সমন্বয় ও নিঃসরণ
 
  1. Question: কোন হরমোনটি প্রয়োগের ফলে উদ্ভিদের শাখা কলমে মূল গজায় এবং ফলের অকালে ঝরে পড়া রোধ হয়?

    A
    ফ্লোরিজেন

    B
    জিব্বেরেলিন

    C
    অক্সিজেন

    D
    সাইটোকাইনিন

    Note: Not available
    1. Report
  2. Question: কোন হরমোনটি ফল পাকাতে সাহায্য করে?

    A
    ইথিলিন

    B
    ফ্লোরিজেন

    C
    অক্সিন

    D
    সাইটোকাইনিন

    Note: Not available
    1. Report
  3. Question: আলো যখন তির্যকভাবে উদ্ভিদের একদিকে লাগে তখন ভ্রুণমুকুলাবরণী আলোর উৎসের দিকে কিরূপ পরিবর্তন ঘটে?

    A
    সোজা থেকে বৃদ্ধি লাভ করে

    B
    সোজা থেকে হ্রাস পায়

    C
    বক্র হয়ে বৃদ্ধি লাভ করে

    D
    বক্র হয়ে হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  4. Question: জিব্বেরেলিন নামক হরমোনের প্রভাবে উদ্ভিদের অঙ্গসংস্থানে কোনটি পরিলক্ষিত হয়?

    A
    পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য হ্রাস পায়

    B
    পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়

    C
    পত্রবৃন্ত বৃদ্ধি পায়

    D
    পত্রবৃন্ত হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  5. Question: আলো যখন তির্যকভাবে উদ্ভিদের একদিকে লাগে তখন ভ্রুণমুকুলাবরণী আলোর উৎসের দিকে কিরূপ পরিবর্তন ঘটে?

    A
    সোজা থেকে বৃদ্ধি লাভ করে

    B
    সোজা থেকে হ্রাস পায়

    C
    বক্র হয়ে বৃদ্ধি লাভ করে

    D
    বক্র হয়ে হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  6. Question: জীবের সুপ্তাবস্থা কাটাতে কিসের কার্যকারিতা রয়েছে?

    A
    ইথিলিন

    B
    অ্যাবসাইসিক এসিড

    C
    জিব্বেরেলিন

    D
    ফ্লোরিজেন

    Note: Not available
    1. Report
  7. Question: উদ্ভিদের জীবনচক্রের সঠিক পর্যায়ক্রম কোনটি?

    A
    অঙ্কুরোদগম `rarr` ফল সৃষ্টি `rarr` পুষ্পায়ন `rarr` বার্ধক্য প্রাপ্তি `rarr`সুপ্তাবস্থা

    B
    অঙ্কুরোদগম `rarr` পুষ্পায়ন `rarr` সুপ্তাবস্থা `rarr` ফল সৃষ্টি `rarr` বার্ধক্য প্রাপ্তি

    C
    অঙ্কুরোদগম `rarr` পুষ্পায়ন `rarr` ফল সৃষ্টি `rarr` বার্ধক্য প্রাপ্তি `rarr` সুপ্তাবস্থা

    D
    অঙ্কুরোদগম `rarr` সুপ্তাবস্থা `rarr` পুষ্পায়ন `rarr` ফল সৃষ্টি `rarr` বার্ধক্য প্রাপ্তি

    Note: Not available
    1. Report
  8. Question: কোন হরমোনটি উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে?

    A
    জিব্বেরেলিন

    B
    অক্সিন

    C
    অ্যাবসাইসিক এসিড

    D
    সাইটোকাইনিন

    Note: Not available
    1. Report
  9. Question: ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়।

    A
    মূল

    B
    কান্ড

    C
    পাতা

    D
    ফুল

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটির প্রভাবে চারা গাছে বিকৃত বৃদ্ধি লক্ষ করা যায়?

    A
    ইথিলিন

    B
    অক্সিজেন

    C
    জিব্বেরেলিন

    D
    সাইটোকাইনিন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd