বিজ্ঞান - অষ্টম শ্রেণি
 
  1. Question: আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য পাকস্থলীতে কোন এসিড অত্যাবশ্যকীয়?

    A
    সালফিউরিক এসিড

    B
    এসিটিক এসিড

    C
    হাইড্রোক্লোরিক এসিড

    D
    ফরফরিক এসিড

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটির জলীয় দ্রবণ সাবানের মতো পিচ্ছিল?

    A
    এসিড

    B
    ক্ষার

    C
    লবণ

    D
    নির্দেশক

    Note: Not available
    1. Report
  3. Question: ক্ষারক পানিতে কোন আয়ন তৈরি করে?

    A
    `H^+`

    B
    `O^(2-)`

    C
    `OH^-`

    D
    `N^(3-)`

    Note: Not available
    1. Report
  4. Question: সোনার গহনা তৈরির সময় স্বর্ণকাররা কোন এসিড ব্যবহার করেন?

    A
    ফরমিক এসিড

    B
    অক্সালিক এসিড

    C
    নাইট্রিক এসিড

    D
    হাইড্রোক্লোরিক এসিড

    Note: Not available
    1. Report
  5. Question: আমলকী খেতে টক লাগে কেন?

    A
    এতে লবণ থাকে বলে

    B
    এতে ক্ষারক থাকে বলে

    C
    এতে এসিড থাকে বলে

    D
    এতে ক্ষারক থাকে বলে

    Note: Not available
    1. Report
  6. Question: কোন এসিড ত্বকে লাগলে ত্বকের মারাত্মক ক্ষতি হয়?

    A
    নাইট্রিক এসিড

    B
    অক্সালিক এসিড

    C
    এসিটিক এসিড

    D
    সাইট্রিক এসিড

    Note: Not available
    1. Report
  7. Question: মিল্ক অফ ম্যাগনেসিয়া বলা হয় কোনটিকে?

    A
    পানি ও চুনের মিশ্রণ

    B
    ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশান

    C
    ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাসপেনশান

    D
    ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এর ট্যাবলেট

    Note: Not available
    1. Report
  8. Question: মিল্ক অফ লাইম কী কাজে ব্যবহৃত হয়?

    A
    পোকামাকড় দমনে

    B
    এন্টাসিড ঔষধ তৈরিতে

    C
    খনি থেকে মূল্যবান ধাতু আহরণে

    D
    ব্যাটারি তৈরিতে

    Note: Not available
    1. Report
  9. Question: মানবদেহের পাকস্থলীতে বিদ্যমান হাইড্রোক্লোরিক এসিড কোন কাজে সহায়তা করে?

    A
    চর্মরোগ দূরীকরণে

    B
    খাদ্যদ্রব্য হজমে

    C
    শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দূরীকরণে

    D
    উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে

    Note: Not available
    1. Report
  10. Question: `KOH + A rarr KNO_3 + H_2O`; এ বিক্রিয়ায় A যৌগটি কী কাজে ব্যবহৃত হয়?

    A
    সাবান উৎপাদনে

    B
    কীটনাশক তৈরিতে

    C
    বিস্ফোরক দ্রব্য প্রস্তুতিতে

    D
    খাদ্যেদ্রব্যের মোড়ক তৈরিতে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd