বিজ্ঞান - অষ্টম শ্রেণি
 
  1. Question: চুনাপাথর ও হাইড্রোক্লোরিক এসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় বুদবুদ সৃস্টি হয় কেন?

    A
    ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় বলে

    B
    ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় বলে

    C
    কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় বলে

    D
    হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় বলে

    Note: Not available
    1. Report
  2. Question: ক্যালসিয়াম অক্সাইড ও পানির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থটির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?

    A
    জলীয় দ্রবণে `H^+` আয়ন প্রদান করে

    B
    নীল লিটমাসকে লাল করে

    C
    টক স্বাদযুক্ত

    D
    পানিতে দ্রবণীয়

    Note: Not available
    1. Report
  3. Question: দস্তা ও সালফিউরিক এসিডের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?

    A
    `H_2O`

    B
    `O_2`

    C
    `ZnSO_4`

    D
    ZnO

    Note: Not available
    1. Report
  4. Question: `NaOH + X rarr NaNO_3 + H_2O`; এ বিক্রিয়ার X যৌগটি কী কাজে ব্যবহৃত হয়?

    A
    সাবান উৎপাদনে

    B
    কীটনাশক তৈরিতে

    C
    খাদ্যদ্রব্যের মোড়ক তৈরিতে

    D
    খনিজ থেকে মূল্যবান ধাতু আহরণে

    Note: Not available
    1. Report
  5. Question: খাবার সোডাতে ভিনেগার যোগ করলে কোনটি উৎপন্ন হবে?

    A
    `H_2`

    B
    `O_2`

    C
    CO

    D
    `CO_2`

    Note: Not available
    1. Report
  6. Question: `Na_2CO_2 + 2HCI rarr 2NaCI + H_2O + M uarr`; এ বিক্রিয়ায় উৎপন্ন M গ্যাসটিকে চুনের পানিতে চালনা করলে কোনটি উৎপন্ন হবে?

    A
    CaO

    B
    `CaCO_3`

    C
    `CaSO_4`

    D
    `Ca(OH)_2`

    Note: Not available
    1. Report
  7. Question: `NaOH + X rarr NaNO_3 + H_2O`; এ বিক্রিয়ার X যৌগটি কী কাজে ব্যবহৃত হয়?

    A
    সাবান উৎপাদনে

    B
    কীটনাশক তৈরিতে

    C
    খাদ্যদ্রব্যের মোড়ক তৈরিতে

    D
    খনিজ থেকে মূল্যবান ধাতু আহরণে

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটির জন্য লিটমাসের বর্ণ অপরিবর্তিত থাকে?

    A
    এসিড

    B
    লবণ

    C
    পানি

    D
    চুন

    Note: Not available
    1. Report
  9. Question: কার্বনিক এসিডের লবণকে কী বলে?

    A
    সালফেট লবণ

    B
    কার্বনেট লবণ

    C
    নাইট্রেট লবণ

    D
    ফসফেট লবণ

    Note: Not available
    1. Report
  10. Question: এসিড ও ক্ষারকের মধ্যে মূল পার্থক্য কোনটি?

    A
    এসিড লাল লিটমাসকে নীল করে কিন্তু ক্ষারক করে না

    B
    এসিড পানিতে `H^+` আয়ন ক্নিতু ক্ষারক `OH^-` আয়ন দেয়

    C
    এসিড মিষ্টি স্বাদযুক্ত কিন্তু ক্ষারক স্বাদহীন

    D
    এসিড ধাতুর সাথে বিক্রিয়া করে না কিন্তু ক্ষারক করে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd