বিজ্ঞান - অষ্টম শ্রেণি
 
  1. Question: মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রো্মোজোমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায়?

    A
    অ্যানাফেজ

    B
    প্রোফেজ

    C
    প্রো-মেটাফেজ

    D
    টেলোফেজ

    Note: Not available
    1. Report
  2. Question: মাইটোসিসের কোন ধাপে প্রাণিকোষে সেন্ট্রিওল সৃষ্টি হয়?

    A
    অ্যানাফেজ

    B
    প্রোফেজ

    C
    মেটাফেজ

    D
    টেলোফেজ

    Note: Not available
    1. Report
  3. Question: প্রকৃতপক্ষে সাইটোকাইনেসিস শুরু হয় কোন ধাপে?

    A
    অ্যানাফেজ

    B
    প্রো-মেটাফেজ

    C
    মেটাফেজ

    D
    টেলোফেজ

    Note: Not available
    1. Report
  4. Question: টেলোফেজ ধাপে সৃষ্ট এন্ডোপ্লাজমিক জালিকাগুলো মিলিত হয়ে কী গঠন করে?

    A
    ক্রোমোজোম

    B
    কোষরষ

    C
    কোষপ্লেট

    D
    কোষগহ্বর

    Note: Not available
    1. Report
  5. Question: সাইটোকাইনেসিসে সৃষ্ট কোষপ্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোনটি গঠিত হয়?

    A
    কোষরষ

    B
    কোষপ্রাচীর

    C
    নিউক্লিওলাস

    D
    ক্রোমোজোম

    Note: Not available
    1. Report
  6. Question: সাইটোকানেসিস কোষপর্দার খাঁজ কতটুকু বিস্তৃত হয়?

    A
    অক্ষীয় তল

    B
    নিরক্ষীয় তল

    C
    মেরু

    D
    বিষুবীয় তল

    Note: Not available
    1. Report
  7. Question: প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিযাসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষপর্দার উভয় পাশে কয়টি খাঁজ সৃষ্টি হয়?

    A
    ১টি

    B
    ২টি

    C
    ৩টি

    D
    ৫টি

    Note: Not available
    1. Report
  8. Question: মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ ধাপে- ১.তন্তুময় প্রোটিনের মাকুর সৃষ্টি হয় ২.ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে ৩.সেন্ট্রোমিয়ার দু ভাগে বিভক্ত হয় নিচের কোনটি সঠিক?

    A
    এক ও দুই

    B
    এক ও তিন

    C
    দুই ও তিন

    D
    এক ও দুই ও তিন

    Note: Not available
    1. Report
  9. Question: রাশেদ ইলেকট্রন অনুবীক্ষণ যন্রের সাহায্যে একটি প্রাণীকোষের পর্যবেক্ষণকালে একটি দশায় ইংরেজি বিভিন্ন বর্ণের আকৃতির ন্যায় কতকগুলো অপত্য ক্রোমোজোম দেখতে পেল।তার পর্যবেক্ষিত দশাটিতে ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিছিন্ন হয়ে থাকে। রাশেদ কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষন করছিল?

    A
    অ্যানাফেজ

    B
    প্রোফেজ

    C
    মেটাফেজ

    D
    টেলোফেজ

    Note: Not available
    1. Report
  10. Question: রাশেদ ইলেকট্রন অনুবীক্ষণ যন্তে্র সাহায্যে একটি প্রাণীকোষের পর্যবেক্ষণকালে একটি দশায় ইংরেজি বিভিন্ন বর্ণের আকৃতির ন্যায় কতকগুলো অপত্য ক্রোমোজোম দেখতে পেল।তার পর্যবেক্ষিত দশাটিতে ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিছিন্ন হয়ে থাকে। রাশেদের পর্যবেক্ষিত কোষ বিভাজনের দশাটির পরবর্তী দশায়- ১.নিউক্লিওলাস বিলুপ্ত হয় ২.নিউক্লিয়ার পর্দার আবির্ভাব ঘটে ৩.নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে নিচের কোনটি সঠিক

    A
    এক ও দুই

    B
    এক ও তিন

    C
    দুই ও তিন

    D
    এক ও দুই ও তিন

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd