বিজ্ঞান - অষ্টম শ্রেণি
 
  1. Question: কোনটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

    A
    কোষসংখ্যা

    B
    বিপাকক্রিয়া

    C
    প্রজননকাল

    D
    চুলের প্রকৃতি

    Note: Not available
    1. Report
  2. Question: নিউক্লিক এসিড হলো- ১.DNA ২.RNA ৩.ATP নিচের কোনটি সঠিক?

    A
    ১ ও ২

    B
    ১ ও ৩

    C
    ২ ও ৩

    D
    ১ ও ২ ও ৩

    Note: Not available
    1. Report
  3. Question: ডিএনএ হলো- ১.রাইবোনিউক্লিক এসিড ২.ক্রোমোজোমের প্রধান উপাদান ৩.জিনের রাসায়নিক উপাদান নিচের কোনটি সঠিক?

    A
    ১ও২

    B
    ১ও৩

    C
    ২ও৩

    D
    ১ ও ২ ও ৩

    Note: Not available
    1. Report
  4. Question: মা ও বাবার কিছু বৈশিষ্ট্য সন্তানসন্ততি পেয়ে থাকে|বংশপরম্পরায় বৈশিষ্ট্য পরিবহনে ক্রোমোজোম বাহক হিসেবে কাজ করে| এ ধরনের বৈশিষ্ট্য প্রাপ্তিতে কোনটি মূল ভূমিকা পালন করে-

    A
    DNA

    B
    RNA

    C
    ATP

    D
    NADP

    Note: Not available
    1. Report
  5. Question: মা ও বাবার কিছু বৈশিষ্ট্য সন্তানসন্ততি পেয়ে থাকে|বংশপরম্পরায় বৈশিষ্ট্য পরিবহনে ক্রোমোজোম বাহক হিসেবে কাজ করে| এক্ষেত্রে ক্রোমোজোম কী পরিবহন করে?

    A
    নিউক্লিয়াস

    B
    ক্রোমোজোম

    C
    মাইটোপ্লাজম

    D
    প্রোটোপ্লাজম

    Note: Not available
    1. Report
  6. Question: _____ ধাপে ক্রোমোজোম ক্রোমোটিড বিষুবীয় অঞলে অবস্থান নেয়।

    A
    মেটাফেজ

    Note: Not available
    1. Report
  7. Question: ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় _____ বিভাজনে।

    A
    মিয়োসিস

    Note: Not available
    1. Report
  8. Question: অ্যামিবায় _____ বিভাজন দেখা যায়।

    A
    অ্যামাইটোসিস

    Note: Not available
    1. Report
  9. Question: জীবের দেহকোষে ক্রোমোজোমের প্রকৃতি _____।

    A
    ডিপ্লয়েড

    Note: Not available
    1. Report
  10. Question: নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে _____ বলে।

    A
    ক্যারিওকাইনেসিস

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd