বিজ্ঞান - অষ্টম শ্রেণি
 
  1. Question: উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে পানি নির্গমন প্রক্রিয়াকে কী বলে?

    A
    ব্যাপন

    B
    অভিস্রবণ

    C
    প্রস্বেদন

    D
    ইমবাইবিশন

    Note: Not available
    1. Report
  2. Question: উদ্ভিদ নিজ দেহে শোষিত পানি বাষ্পাকারে প্রস্বেদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়ায় বের করে দেয়?

    A
    সালোকসংশ্লেষণ

    B
    শ্বসন

    C
    ব্যাপন

    D
    অভিস্রবন

    Note: Not available
    1. Report
  3. Question: কোন প্রক্রিয়ায় মাটির রস থেকে খনিজ লবণ মূলরোমে প্রবেশ করে?

    A
    ব্যাপন

    B
    অভিস্রবণ

    C
    শ্বসন

    D
    প্রস্বেদন

    Note: Not available
    1. Report
  4. Question: জীবকোষে শ্বসনের সময় গ্লুকোজ জারণের জন্য কোনটি ব্যবহৃত হয়?

    A
    নাইট্রোজেন

    B
    অক্সিজেন

    C
    কার্বন ডাই অক্সাইড

    D
    হাইড্রোজেন

    Note: Not available
    1. Report
  5. Question: কোন প্রক্রিয়ার মাধ্যমে জীবকোষে অক্সিজেন প্রবেশ করে?

    A
    অভিস্রবণ

    B
    ব্যাপন

    C
    প্রস্বেদন

    D
    সালোকসংশ্লেষণ

    Note: Not available
    1. Report
  6. Question: ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?

    A
    জৈবিক

    B
    রাসায়নিক

    C
    ভৌত

    D
    শোষণ

    Note: Not available
    1. Report
  7. Question: কোনো পদার্থের অণূর ব্যাপনের সংগঠনকাল কিসের উপর নির্ভর করে?

    A
    অণুগুলোর চাপ

    B
    অণুগুলোর ঘনত্ব

    C
    অণুগুলোর ভাঙন

    D
    অণুগুলোর শোষণ চাপ

    Note: Not available
    1. Report
  8. Question: উদ্ভিদের জাইলেম টিস্যুর কাজ কী?

    A
    মূল দ্বারা শোষিত পানি কান্ডে পরিবহন করা

    B
    মূল দ্বারা শোষিত পানি পাতায় পরিবহন করা

    C
    মাটি থেকে পানি শোষণ করা

    D
    মাটি থেকে খনিজ লবন শোষণ করা

    Note: Not available
    1. Report
  9. Question: উদ্ভিদের জাইলেম চিস্যুর কাজ কী?

    A
    মূল দ্বারা শোষিত পানি কান্ডে পরিবহন করা

    B
    মূল দ্বারা শোষিত পানি পাতায় পরিবহন করা

    C
    মাটি থেকে পানি শোষণ করা

    D
    মাটি থেকে খনিজ লবণ শোষণ করা

    Note: Not available
    1. Report
  10. Question: উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুর কাজ কী?

    A
    উদ্ভিদদেহে রসের উধ্বমুখী পরিবহন ঘটানো

    B
    মাটি থেকে খনিজ লবণ শোষণ করা

    C
    পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবহন করা

    D
    শ্বসন প্রক্রিয়ার জন্য বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd