বিজ্ঞান - অষ্টম শ্রেণি
 
  1. Question: মিঠা মরিচের ঝাল কম হয় কেন? ।

    A
    ক্যাপসিসিন থাকে না বলে

    B
    ক্যাপসিসিন কম থাকে বলে

    C
    ক্যাপসিসিন বেশি থাকে বলে

    D
    ভিটামিন-সি কম থাকে বলে

    Note: Not available
    1. Report
  2. Question: আমরা মসলা হিসাবে কোনটি ব্যবহার করি?

    A
    লবণ

    B
    তেল

    C
    মরিচ

    D
    ডাল

    Note: Not available
    1. Report
  3. Question: মরিচ ফুলের দলমন্ডলের পাপড়ি দেখতে কিরূপ?

    A
    হলুদ

    B
    নীল

    C
    কালো

    D
    সাদা

    Note: Not available
    1. Report
  4. Question: মরিচ গাছের পরাগধানীর রং কিরূপ?

    A
    গাঢ় বেগুনী

    B
    কালো

    C
    হলুদ

    D
    গোলাপী

    Note: Not available
    1. Report
  5. Question: মরিচ গাছের পত্রবিন্যাস কিরূপ?

    A
    মৌলিক

    B
    সমান্তরাল

    C
    একান্তর

    D
    জালিকা

    Note: Not available
    1. Report
  6. Question: কোন উদ্ভিদের প্রধান মূলতন্ত্র আছে?

    A
    মরিচ

    B
    আদা

    C
    রসুন

    D
    পিঁয়াজ

    Note: Not available
    1. Report
  7. Question: মরিচের বীজ বপনের পর কত দিনের মধ্যে চারা গজাতে শুরু করে?

    A
    ৫/৬

    B
    ৪/৫

    C
    ৩/৪

    D
    ২/৩

    Note: Not available
    1. Report
  8. Question: মরিচ গাছ হলো—

    A
    বর্ষজীবী গুল্ম

    B
    বর্ষজীবী বীরুত্

    C
    বর্ষজীবী বৃক্ষ

    Note: Not available
    1. Report
  9. Question: মরিচ পাকার পর তার বীজ বের করে নিয়ে বপন করার কতদিন পর তা থেকে চারা গজায়? ।

    A
    ২/১ দিন পর

    B
    ২ সপ্তাহ পর

    C
    ৩/৪ দিন পর

    D
    ২/৩দিন পর

    Note: Not available
    1. Report
  10. Question: অদ্যবধি কত লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে?

    A
    11

    B
    12

    C
    14

    D
    15

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd