আমাদের দায়িত্ব ও কর্তব্য
  1. Question:শিশির ছোটদের আদর করে এবং বড়দের শ্রদ্ধা করে । এর মাধ্যমে সে কোন দায়িত্ব পালন করে 

    Answer
    সমাজের প্রতি দায়িত্ব ।

    1. Report
  2. Question:তুমি চাকু দিয়ে একটি আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলছো । ক্ষেত্রে তোমার ঘরে কী থাকা দরকার ? 

    Answer
    প্রাথমিক চিকিৎসা বাক্স ।

    1. Report
  3. Question:মনির ভূলে বেজা হাতে বৈদ্যুতিক তারে হাত দিয়েছিল । এক্ষেত্রে কী ঘটতে পারে ? 

    Answer
    দুর্ঘটনা ।

    1. Report
  4. Question:মিসেস আমিনা ওষুধ ও কীটনাশকের নাম গায়ে স্পষ্ট করে লিখে রাখেন । এর ফলে কী হবে ? 

    Answer
    দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে ।

    1. Report
  5. Question:রুবিনা রান্নার পর গ্যাসের চুলা বন্ধ না করে জালিয়ে রাখেন । এ ফলে কী হতে পারে 

    Answer
    যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে ।

    1. Report
  6. Question:মিনা স্কুলে যাওয়ার সময় রাস্তার একটি দুর্ঘটনা দেখতে পায় । এরুপ দুর্ঘটনার অন্যতম কারন কী ? 

    Answer
    অসাবধানে পথ চলা ।

    1. Report
  7. Question:সুমিত রাস্তা পার হওয়ার সময় ওভারব্রিজ ব্যবহার করে । সুমিতের ওভারব্রিজ ব্যাবহারের কারন কী ? 

    Answer
    দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ।

    1. Report
  8. Question:নোমান রাস্তার চলার সময় ফুটপাত ব্যাবহার করেনা । এর ফলে কী ঘটতে পারে ? 

    Answer
    দুর্ঘটনা ।

    1. Report
  9. Question:তানিয়া রাস্তার দুপাশ দেখে জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হয় । তানিয়ার এরুপ আচরনের কারন কী ? 

    Answer
    দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া ।

    1. Report
  10. Question:আহাদ সাহেব নিয়মিত কর প্রদান করেন । এর মাধ্যমে তিনি কোনটির প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করেন ? 

    Answer
    রাষ্টের প্রতি ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd