Question:আইন অমান্য করলে কী হয় ?
Answer
শাস্তি ভোগ করতে হয় ।
Question:আইন অমান্য করলে কী হয় ?
শাস্তি ভোগ করতে হয় ।
Question:রাষ্ট পরিচালনার অর্থের প্রধান উৎস কোনটি ?
নাগরিকদের দেওয়া কর ।
Question:কত বছর বয়স হলে আমাদের দেশের নাগরিকগন ভাট দিতে পারবে ?
১৮ বছর ।
Question:শিক্ষা গহন করা আমাদের কোন ধরনের দায়িত্ব ?
রাষ্টীয় দায়িত্ব ।
Question:আইন অমান্য করলে কী হয় ?
শাস্তি ভোগ করতে হয় ।
Question:আমাদের সকলকে আইন মেনে চলতে হয় কেন ?
দেশের শান্তি শ্রৃংখলা রক্ষার জন্য ।
Question:দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া কোন ধরনের কর্তব্য ?
রাষ্টীয় কর্তব্য ।
Question:সরকার নাগরিকদের কাছ থেকে কর আদায় করে কেন ?
রাষ্টের বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায় এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্য ।
Question:সুফিয়া বেগম ছোটদের ভালবাসেন এবং বড়দের শ্রদ্ধা করেন । সুফিয়া বেগম কোন ধরনের দায়িত্ব পালন করেন । এ ধরনের দায়িত্ব পালনের ফলে কী হয় ? এরকম আরো তিনটি দায়িত্ব পালন কর ।
সুফিয়া বেগম সমাজের প্রতি দায়িত্ব পালন করেন । এ ধরনের দায়িত্ব পালনের ফলে সমাজ সুন্দর ও শুস্রৃংখল হয় । সমাজের প্রতি আমাদের তিনটি দায়িত্ব পালন হলো - ১. সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা ২. সমাজের বিভিন্ন ধরনের সম্পদ যেমন পার্ক খেলার মাঠ ইত্যাদি সংরক্ষন করা । ৩. সবার উপকার করার চেষ্টা করা ।
Question:রুবা প্রতিদিন হেটে স্কুলে যাতায়াত করে । রাস্তা পার সময় সে ব্যাবহার করবে ? এসম্পর্কে তার চারটি করনীয় লেখ ।
রাস্ত পার হওয়ার সময় রুবা ওভারব্রিজ ব্যাবহার করবে । এক্ষেত্রে তার চারটি করনীয় - ১. দুপাশে ভালো করে দেখে নিয়ে যেখানে জেব্রাক্রসিং আছে সেখান দিয়ে রাস্তা পার হবে । ২. রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটবে । ৩. রাস্তায় পথ চলার সময় নিজের নিরাপওা সম্পর্কে সচেতন থাকবে । ৪. রাস্তায় চলার নিয়মগুলো মেনে চলার অভ্যাস করবে ।