বাংলাদেশের অর্থনীতি: কৃষি ও শিল্প
  1. Question:বাংলাদেশের পোশাক শিল্পের গুরুত্ব পাঁচটি বাক্য লেখ ? 

    Answer
    বাংলাদেশের পোশাক শিল্পের গুরুত্ব সম্পর্কিত পাঁচটি বাক্য -
    ১. বর্তমানে পোশাক শিল্প বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ন অবদান রেখেছে । 
    ২. বাংলাদেশের বিভিন্ন এলাকায় পোশাক কারখানা গড়ে উঠেছে । 
    ৩. এসব কারখানায় উৎপাদিত পোশাকের বেশির ভাগ বিদেশে রপ্তানি হয় । 
    বাংলদেশের পোশাক শিল্পের কয়েক লক্ষ নারী ও পুরুষ কাজ করে । 
    ৫. পোশাক রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদাশিক মুদ্রা অর্জন করে ।

    1. Report
  2. Question:বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান সম্পর্কিত পাঁচটি বাক্য -
    ১. ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান প্রায় ৩০% । 
    ২. শিল্প দেশের অর্থনীতির চাকা সচল রাখে । 
    ৩. শিল্প কারখানায় অনেক শিল্প সামগ্রী তৈরী হয় । 
    ৪. এসব শিল্প সামগ্রী রপ্তানি করে প্রচুর বৈদাশিক মুদ্রা অর্জিত হয় । 
    ৫. শিল্প কারখানায় অনেক নারী পুরুষের কর্মস্থান হয় ।

    1. Report
  3. Question:ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমানে তৈরী করা হয় তাকে কোন শিল্প বলে ? এ ধরনের একটি শিল্পের নাম লেখ । শিল্পটি সম্পর্কে তিনটি বাক্য লেখ । 

    Answer
    যখন কোন পন্য ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমানে তৈরী করা হয় তাকে কুটির শিল্প বলে । 
    কাঁসা একটি অন্যতম কুটির শিল্প । 
    কাঁসা শিল্প সম্পর্কে তিনটি বাক্য - 
    ১. গৃহস্থালির নানা কাজে কাঁসার তৈরী জিনিস ব্যাবহার করা হয় । 
    ২. জামালপুর জেলার ইসলামপুর এবং টাঙ্গাইল জেলার কাগমারি কাঁসা শিল্পের জন্য বিখ্যাত । 
    ৩. ঢাকা জেলার ধামরাইয়ে প্রচুর কাঁসার জিনিসপত্র তৈরী করা হয় ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd