বাংলাদেশ ও বহির্বিশ্ব
  1. Question:জাতিসংঘের একটি উন্নয়ন সংস্থা শিক্ষা ও সংস্কৃতি বিষয়ে কার্যক্রম পরিচালনা করে । সংস্থাটির নাম কী ? 

    Answer
    ইউনেস্কো ।

    1. Report
  2. Question:ক সংস্থাটি বিভিন্ন প্রত্ননিদর্শনসমূহ রক্ষায় কাজ করে । ক এর সাথে জাতিসংঘের কোন সংস্থার সাদৃশ্য রয়েছে । 

    Answer
    ইউনেস্কো ।

    1. Report
  3. Question:১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর দক্ষিন এশিয়ার ৭টি দেশ নিয়ে গঠিত হয় একটি সংস্থা । সংস্থাটির নাম কী ? 

    Answer
    সার্ক ।

    1. Report
  4. Question:২০০৭ সালে আফগানিস্তান দক্ষিন এশিয়ার একটি আঞ্চলিক সংস্থার সদস্য হয় । সংস্থাটির নাম কী ? 

    Answer
    সার্ক ।

    1. Report
  5. Question:ক সংস্থাটির উদ্দেশ্যে হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার দ্রুত উন্নয়ন করা । এটি কোন সংস্থা ? 

    Answer
    সার্ক ।

    1. Report
  6. Question:জাতিসংঘ কী ধরনের সংস্থা ? 

    Answer
    আন্তর্জাতিক ।

    1. Report
  7. Question:বাংলাদেশ কবে জাতিসংঘের সাধারন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে ? 

    Answer
    ১৯৮৬ সালে ।

    1. Report
  8. Question:পৃথিবীতে কতটি দেশ আছে ? 

    Answer
    ১৯৫টি ।

    1. Report
  9. Question:জাতিসংঘ কবে গঠিত হয় ? 

    Answer
    ১৯৪৫ সালের ২৪ এ অক্টোবর ।

    1. Report
  10. Question:বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কতটি ? 

    Answer
    ১৯৩টি ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd