Question:বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছিল ? 

Answer পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় বুদ্ধিজীবিদের হত্যা করেছিল । এদেশের কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে আবস্থান নিয়েছিল । তারা শান্তি কমিটি, রাজাকার, আল বদর, আল শামস নামে বিভিন্ন কমিটি ও সংগঠন গড়ে তোলে। এসব বাহিনীর এদেশীয় সদস্যরা মুক্তিযোদ্ধা ও বুদ্বিজীবীদের নামের তালিকা তৈরী করে তা হানাদার বাহিনীকে দিত । শুধু তাই নয় , রাজাকার বাহিনী হানাদারদের পথ চিনিয়ে ভাষা শিখিয়ে বুদ্ধিজীবী হত্যায় ভূমিকা রেখেছিল । 

+ Report
Total Preview: 1467
buddhijibider kara hotta karechil ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd