বাংলাদেশ ও বিশ্ব পরিচয় - পঞ্চম শ্রেণি
  1. Question:বিভিন্ন দুর্যোগে শিশুদের লেখাপড়ার কী কী সমস্যা হয় তাঁর পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    বিভিন্ন দুযোর্গে শিশুদের লেখাপড়ার যে সমস্যা দেখা দেয় সে সম্পর্কিত পাঁচটি বাক্য -
    ১. বন্যা ও ঘুর্নিঝড় এর সময় বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার ফলে শিশুদের লেখাপড়ার সমস্যা হয় । 
    ২. নদীভাঙ্গনের ফলে মানুষ বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় চলে যায় বলে শিশুদের শিক্ষা জীবনের অনেক ক্ষতি হয় । 
    ৩. খরার সময় অত্যাধিক গরমে শিশুরা বিদ্যালয়ে যেতে পারেনা বা ঠিক মতো লেখাপড়া করতে পারেনা । 
    ৪. বন্যা ও ঘুর্নিঝড়ে বাড়ি ঘরে পানি উঠে যায় বলে অনেক পরিবারের উঁচু রাস্তা বা বাধের উপর বসবাসের কারনে শিশুদের লেখাপড়ার ক্ষতি হয় । 
    ৫. বিভিন্ন ‍দুর্যগে শিশুরা অসুস্থ হয়ে পড়ার কারনেও তাদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয় ।

    1. Report
  2. Question:ভূমিকম্প কী ? বাংলাদেশে কেন ভূমিকম্পের ঝুঁকি রয়েছে । ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে চারটি বাক্য লেখ । 

    Answer
    প্রাকৃতিক কারনে ভূ-পৃষ্ঠ কেঁপে উঠাকে ভূমিকম্প বলে । 
    ভৌগলিক অবস্থানের কারনে বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে ।
    ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে চারটি বাক্য -
    ১. বাংলাদেশের উওর ও দক্ষিন পুুর্বাঞ্চল অধিক ভূমিকম্পপ্রবন অঞ্চল । 
    ২. ভবন নির্মানের ক্ষেত্রে সরকারি সতর্কতা অবলম্বন করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব । 
    ৩. বড় ধরনের ভূমিকম্প হলে এ দ্বিতীয় ঝুঁকি হিসেবে সুনামি ও বন্যা হওয়ার আশংকা রয়েছে ।

    1. Report
  3. Question:ভূমিকম্প মোকাবেলায় কোন কোন বিষয় মনে রাখতে হবে তা পাঁচটি বাক্য লেখ । 

    Answer
    ভূমিকম্প মোকাবিলায় যেসব বিষয় মনে রাখতে হবে তা নিচে পাঁচটি বাক্য দেওয়া হলো -
    ১. ভূমিকম্প মোকাবিলার জন্য ভূমিকম্পের সময় পুরোপুরি শান্ত থাকতে হবে । 
    ২. আতঙ্কিত হয়ে ছোটাচুটি করা যাবেনা ।
    ৩. বিছানায় খাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে দিতে হবে । 
    ৪. কাঠের টেবিল বা শক্ত কোন আসবাব পত্রের নিচে আশ্রয় নিতে হবে । 
    ৫. বারান্দ আলমিারি , জানালা বা ঝুলানো ছবি থেকে দুরে থাকতে হবে ।

    1. Report
  4. Question:তুমি স্বাধীনভাবে চলাফেরাসহ আরো অনেক অধিকার ভোগ কর । জাতিসংঘ কবে অধিকারকে স্বীকৃতি দেয় ? 

    Answer
    ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর ।

    1. Report
  5. Question:ইব্রাহিম ও বিমল তাদের ধর্মীয় অনুষ্ঠানে স্বাধীনভাবে অংশগ্রহন করে । এটি তাদের কোন অধিকারের অন্তর্ভূক্ত ? 

    Answer
    মৌলিক মানবাধিকার

    1. Report
  6. Question:সাভারে ভবন ধসের ১৭ দিন পর উদ্ধারকর্মীদের সাড়া পেয়ে রেশমা বলেছিল আমাকে বাচান । রেশমার এ আবেদনের সাথে কীসের সাদৃশ্য রয়েছে ? 

    Answer
    মানবাধিকারের ।

    1. Report
  7. Question:দুর্বৃওরা অনেক সময় রাতের আধারে যানবাহনে আগুন লাগিয়ে দেয় । এটি কীসের লঙ্গন ? 

    Answer
    মানবাধিকারের ।

    1. Report
  8. Question:জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ই ডিসেম্বর একটি ঘোষনাপত্র তৈরী করে । উক্ত ঘোষনাপত্রটি কীসের ? 

    Answer
    মানবাধিকারের সার্বজানীন ঘোষণাপত্র ।

    1. Report
  9. Question:দারিদ্রের কারনে অনেকে লেখাপড়া করা সুযোগ পায়না । এর ফলে সে কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে 

    Answer
    মানবাধিকারের ।

    1. Report
  10. Question:জনাব সিহাব কর্ম ক্ষেত্রে স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারেনা । তিনি কোন ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ? 

    Answer
    মানবাধিকার ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd