Question:বাংলাদেশের রাজধানীর নাম কী?
Answer
ঢাকা বাংলাদেশের রাজধানী।
Question:বাংলাদেশের রাজধানীর নাম কী?
ঢাকা বাংলাদেশের রাজধানী।
Question:কবে ঢাক প্রতিষ্ঠিত হয়?
প্রায় ৪০০ বছর পূর্বে ঢাকা প্রতিষ্ঠিত হয়।
Question:প্রাকৃতিক মানচিত্র কাকে বলে?
যে মানচিত্রে পাহাড় এবং নদ-নদী দেখানো হয় তাকে প্রাকৃতিক মনচিত্র বলে।
Question:বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কী?
বাংলাদেশের প্রধান খজিন সম্পদ প্রাকৃতিক গ্যাস।
Question:বাংলাদেশের প্রধন নদী গুলো কী কী?
বাংলাদেশের প্রধান নদীগুলো হলো- পদ্মা, যমুনা, ব্রক্ষ্মপুত্র, মেঘনা ও কর্ণফুলী।
Question:সেট কাকে বলে?
কৃষি কাজে জমিতে পানি দেওয়াকে সেচ বলে।
Question:রাজশাহী বিভাগের উঁচু ভূমির নাম কী?
রাজশাহী বিভাগের উঁচু ভূমির নাম রবেন্দ্রভূমি।
Question:বাংলাদেশের একটি অর্থকরী ফসলের নাম লেখ।
বাংলাদেশের একটি অর্থকরী ফসলের নাম পাট।
Question:তোমার এলাকার কৃষি জমিতে অনেক ধরনের ফসল উৎপাদিত হয়। উক্ত ফসলকে কয়ভাগে ভাগ করা যায়? তাদের নাম লেখ। উভয় ধানের ২টি করে ফসলের নাম লেখ।
আমার এলাকার জমিতে উৎপাদিত ফসলকে ২ ভাগে ভাগ করা যায়। অর্থকরী ফসল: ১. পাট, ২. চা। খাদ্যশস্য: ১. ধান, ২. গম।
Question:বাংলাদেশের রাজধানীর নাম কী? বাংলাদেশে কয়টি বিভাগ আছে? সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট বিভাগের নামসহ আরও একটি বিভাগের নাম লেখ।
ঢাকা বাংলাদেশের রাজধানী। বাংলাদেশে ৭টি বিভাগ রয়েছে। সবচেয়ে বড় বিভাগের নাম- চট্টগ্রাম বিভাগ। সবচেয়ে ছোট বিভাগের নাম- সিলেট বিভাগ। আরও একটি বিভাগ- রংপুর বিভাগ।