1. Question:মহাদেশ কাকে বলে? 

    Answer
    পৃথিবীর স্থলভাগ যে সাতটি বড় ভাগে ভাগ করা হয়েছে তার প্রত্যেক ভাগকে মহাদেশ বলে।

    1. Report
  2. Question:পৃথিবীর উপরিভাগে কী আছে? 

    Answer
    পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ।

    1. Report
  3. Question:পৃথিবীর স্থলভাগের পরিমাণ কত? 

    Answer
    পৃথিবীর মোট চারভাগের এক ভাগ হলো স্থলভাগ।

    1. Report
  4. Question:সবচেয়ে ছোট মহাদেশটি নাম লেখ। 

    Answer
    সবচেয়ে ছোট মহাদেশটির নাম অস্ট্রেলিয়া।

    1. Report
  5. Question:পৃথিবীতে আমেরিকা নামের কয়টি মহাদেশ আছে ও কী কী? 

    Answer
    পৃথিবীতে আমেরিকা নামের দুইটি মহাদেশ আছে। যথা-
    ১. উত্তর আমেরিকা ও ২. দক্ষিণ আমেরিকা।

    1. Report
  6. Question:পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরটির নাম লেখ। 

    Answer
    পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরটির নাম প্রশান্ত মহাসাগর।

    1. Report
  7. Question:পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগরের নাম কী? 

    Answer
    পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগরের নাম আর্কটিক।

    1. Report
  8. Question:মানচিত্রে কয়টি দিক থাকে? 

    Answer
    মানচিত্রে চারটি দিক থকে।

    1. Report
  9. Question:বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? 

    Answer
    বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত।

    1. Report
  10. Question:আমাদের জাতীয় পতাকায় কয়টি রঙ রয়েছে? 

    Answer
    আমাদের জাতীয় পাতাকায় দুটি রঙ রয়েছে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd