Question:‘বাংলা তাঁতশিল্পের সুনাম বহুকালের’ কথাটি বুঝিয়ে লেখ। 

Answer বাংলা তাঁতশিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকূল কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটিল্য বলেছেন, “পুন্ড্রদেশের দুকূল শ্যামবর্ণ এবং মনির মতো মসৃণ। দুকূল ছিল খুব মিহি আর ক্ষৌমবস্ত্র একটু মোটা। বাংলা বিখ্যাত মসলিন কাপড় সূক্ষ্ম ও উন্নতমানের ছিল। সিল্ক, জামদানি, টাঙ্গাইল, গরদ ইত্যাদি বাংলার শাড়ির খ্যাতি সুপরিচিত ছিল। 

+ Report
Total Preview: 675
‘bangla tatshikalpoেr shunamo bohukalero’ kathati buziye lekh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd