Question:ভারতীয় উপমহাদেশের কীভাবে ইউরোপীয় শক্তির বিকাশ লাভ করেছিল? 

Answer চতুর্দশ শতাব্দী থেকে ইউরোপে যুগান্তকারী বাণিজ্য-বিপ্লবের সূচনা হয়। ১৪৯৯ খ্রিষ্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌছে ভারতবর্ষকে বিশ্ববাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার মধ্যে নিয়ে আসে। দক্ষ নাবিক আল কুকার্ক ভারত মহাসাগরের কর্তৃত্ব অধিকার করে পুরো ভারতের বহির্বাণিজ্য করায়ত্ত করে নেন। আর এভাবেই ভারতীয় উপমহাদেশে ইউরোপীয় শক্তির বিকাশ লাভ করেছিল। 

+ Report
Total Preview: 1043
varotiy upamohadesher kivabe iuropiy shaktir bikasho labh karechil?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd