Question:ইংরেজ শাসকদের প্রধান কাগুলো উল্লেখ কর। 

Answer ইংরেজ শাসকদের প্রধান কাগুলো হলো : ১। ১৭৮৬ সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পন করা হয়। ২। ১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে। ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণি তৈরি করা হয়। ৩। রাষ।ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়। ৪। মুর্শিদাবাদ থেকে কলকাতায় প্রশাসনিক বিভিন্ন দপ্তর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে পরিণত করা হয়। পরে আনু্ষ্ঠানিকভাবে কলকাতাই হয় বাংলার রাজধানী। 

+ Report
Total Preview: 547
ingrejo shashokder prodhan kagulo ullakh karo.
Copyright © 2025. Powered by Intellect Software Ltd