Question:নিচের কবিতাটি মুখস্ত করে আবৃত্তি করি।
Answer বাবুরাম সাপুড়ে সুকুমার রায় বাবুরাম সাপুড়ে, কোথা যাস বাপুরে আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা যে সাপের চোখ নেই, শিং নেই, নোখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না, করে না কো ফোঁসফাঁস মারে নাকো ঢুসঢাস, নেই কোনো উৎপাত, খায় শুধু দুধভাত, সেই সাপ জ্যান্ত, গোটা দুই আন তো, তেড়ে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা।
+ Report
nicher kabitati mukhshot kare abritti kari.