Question: বিপরীত শব্দ জেনে নিই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি।
[সকাল-বিকেল] [ঘুমিয়ে-জেগে] [রাত-দিন] [আগে-পরে]
(ক) আমি প্রতিদিন .......... নয়টায় স্কুলে যাই।
(খ) রাত পোহালে আমি .......... উঠি।
(গ) .......... হলে আকাশে অনেক তারা দেখা যায়।
(ঘ) আমি ঘুম থেকে উঠি .......... দাঁত পরিষ্কার করি।
A(ক) আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই। (খ) রাত পোহালে আমি জেগে উঠি। (গ) রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। (ঘ) আমি ঘুম থেকে উঠি আগে দাঁত পরিষ্কার করি।
Note: Not available