1. Question: শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। কুসুম - বাগ - সুয্যি - সুয্যি মামা - আলসে -

    A
    কুসুম - ফুল। বাগ - বাগান। সুয্যি - সূর্য, রবি। সুয্যি মামা - সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে। আলসে - অলস।

    Note: Not available
    1. Report
  2. Question: ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। সুয্যি বাগে সুয্যি মামা কুসুম আলসে (ক) .......... জাগার আগে আমি জেগে উঠবো। (খ) .......... পুব দিকে ওঠে। (গ) আমার বোনটি .......... নয়। (ঘ) বনে .......... ফোটে। (ঙ) গোলাপ .......... গোলাপ ফুটেছে।

    A
    (ক) সুয্যি মামা জাগার আগে আমি জেগে উঠবো। (খ) সুয্যি পুব দিকে ওঠে। (গ) আমার বোনটি আলসে নয়। (ঘ) বনে কুসুম ফোটে। (ঙ) গোলাপ বাগে গোলাপ ফুটেছে।

    Note: Not available
    1. Report
  3. Question: বিপরীত শব্দ জেনে নিই। ‍ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। [সকাল-বিকেল] [ঘুমিয়ে-জেগে] [রাত-দিন] [আগে-পরে] (ক) আমি প্রতিদিন .......... নয়টায় স্কুলে যাই। (খ) রাত পোহালে আমি .......... উঠি। (গ) .......... হলে আকাশে অনেক তারা দেখা যায়। (ঘ) আমি ঘুম থেকে উঠি .......... দাঁত পরিষ্কার করি।

    A
    (ক) আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই। (খ) রাত পোহালে আমি জেগে উঠি। (গ) রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়। (ঘ) আমি ঘুম থেকে উঠি আগে দাঁত পরিষ্কার করি।

    Note: Not available
    1. Report
  4. Question: ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই। চাঁদ সুয্যি জেগে রেগে জাগি ডাকি সকাল রাত (ক) .......... মামা জাগার আগে উঠব আমি ..........। (খ) .......... আমরা যদি না .......... মা কেমনে .......... হবে ?

    A
    (ক) সুয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। (খ) আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ?

    Note: Not available
    1. Report
  5. Question: সুয্যি মামা জাগার আগে কে জেগে উঠবে?

    A
    মা

    B
    খোকা

    C
    পাখি

    D
    চাঁদ

    Note: Not available
    1. Report
  6. Question: কাকে আলসে মেয়ে বলা হয়েছে?

    A
    মাকে

    B
    সূর্যকে

    C
    বোনকে

    D
    পাখিকে

    Note: Not available
    1. Report
  7. Question: খোকা জেগে উঠলে কী হবে?

    A
    ফুল ফুটবে

    B
    সূর্য উঠবে

    C
    রাত পোহাবে

    D
    পাখি উঠবে

    Note: Not available
    1. Report
  8. Question: খোকা কোন সময়ের পাখি হতে চায়?

    A
    রাতের

    B
    সকালের

    C
    ভোরের

    D
    সন্ধার

    Note: Not available
    1. Report
  9. Question: খোকার সাথে কে রাগ করবে?

    A
    মামা

    B
    বাবা

    C
    বোন

    D
    মা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd