1. Question:নিচের উদাহরণ দেখি। উদাহরণ এর মতো করে শব্দ তৈরি করি ও বাক্য পড়ি। জাগা - রাগা - ডাকা - হাসা - ভাসা - 

    Answer
    জাগা - জেগে ওঠা ----- আমি সকাল বেলা ঘুম থেকে জেগে উঠি।
    রাগা - রেগে ওঠা ----- সে হঠাৎ রেগে উঠল।
    ডাকা - ডেকে ওঠা ----- শেয়াল রাতে ডেকে ওঠে।
    হাসা - হেসে ওঠা ----- আমার কথা শুনে মা হেসে উঠল।
    ভাসা - ভেসে ওঠা ----- পুকুরে মাছগুলো ভেসে উঠল।

    1. Report
  2. Question:মুখে মুখে উত্তর বলি ও লিখি। কে সকাল বেলার পাখি হতে চায়? 

    Answer
    খোকা সকাল বেলার পাখি হতে চায়।

    1. Report
  3. Question:মুখে মুখে উত্তর বলি ও লিখি। মা রাগ করে কী বলবেন? 

    Answer
    মা রাগ করে বলবেন - হয়নি সকাল, ঘুমো এখন।

    1. Report
  4. Question:মুখে মুখে উত্তর বলি ও লিখি। খোকা মাকে আলসে মেয়ে বলছে কেন? 

    Answer
    মা খোকাকে খুুুুব সকালে ঘুম থেকে উঠতে দিতে চান না। তাই খোকা মাকে আলসে মেয়ে বলছে।

    1. Report
  5. Question:মুখে মুখে উত্তর বলি ও লিখি। আমি কখন ঘুম থেকে উঠি? 

    Answer
    আমি খুব সকালে ঘুম থেকে উঠি।

    1. Report
  6. Question:নিচের কবিতাটি মুখস্ত করে আবৃত্তি করি। 

    Answer
    বাবুরাম সাপুড়ে 
                                                           সুকুমার রায়
                                                 বাবুরাম সাপুড়ে,
                                                                কোথা যাস বাপুরে
                                                 আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা 
                                                                যে সাপের চোখ নেই,
                                                শিং নেই, নোখ নেই,
                                                                ছোটে না কি হাঁটে না,
                                                কাউকে যে কাটে না,
                                                                করে না কো ফোঁসফাঁস
                                                মারে নাকো ঢুসঢাস,
                                                                নেই কোনো উৎপাত,
                                                খায় শুধু দুধভাত,
                                                                সেই সাপ জ্যান্ত,
                                                গোটা দুই আন তো,
                                                                তেড়ে মেরে ডান্ডা
                                                করে দিই ঠান্ডা।

    1. Report
  7. Question:তোমার শখ সম্পর্কে ৫ টি বাক্যে লেখো। 

    Answer
    আমার শখ হলো বাগান করা। আমি একটি ফুলের বাগান করবো। আমাদের উঠোনের পাশেই বাগানটি করবো আমি। বাগানে গোলাপ, গাঁধা আর শিউলি ফুল থাকবে। বাগানের ফুলগুলো অনেক গন্ধ ছড়াবে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd