Question:“জাতীয় ফুল: শাপলা” সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো।
Answer আমাদের দেশে নানা প্রজাতির ফুল রয়েছে। শাপলা আমাদের জাতীয় ফুল। পুকুর, দিঘি, খালবিল, ডোবা প্রভৃতি জলাশয়ে সাদা পাঁপড়ির বিছানা মেলে বিকশিত হয় এ ফুল। প্রাকৃতিক নিয়মে এর জন্ম এবং বৃদ্ধি ঘটে। বর্ষার মাঝামাঝি থেকে শুরু করে শরৎকাল শেষ হওয়া পর্যন্ত শাপলা ফুল পাওয়া যায়। এ ফুলের কান্ড ও মূল থাকে পানির তলায় আর পাতা ও ফুল পানির উপরে ভেসে থাকে। গ্রামের শিশুরা দল বেধে শাপলা ফুল তুলে নিয়ে আসে। ডাঁটা দিয়ে মালা গাঁথে। শাপলা ফুল বাঙালির জাতীয় প্রতীকের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম মাধ্যম।
+ Report
“jatiy phoুl: shapala” shomoparoke akti onucchedlekho.