Question:আল্লাহ তায়ালা আমাদের কীভাবে লালন পালন করেন? 

Answer আল্লাহ আমাদের লালন-পালনের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে আলো, বাতাস, পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন। শিশুর জন্মের আগেই মহান আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রেখেছেন। নানা রকম ফল-ফসল, শাকসবজি খেয়ে আমরা বেঁচে থাকি। আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি ও পশুপাখির গোশত খাই। গরু, ছাগল আমাদের দুধ দেয়। হাঁস মুরগির ডিম আমাদের প্রিয় খাবার। নদীনালা, খালবিল থেকে আমরা অনেক মাছ পাই। এভাবে আল্লাহ আমাদের তাঁর সকল সৃষ্টির মাধ্যমে লালন-পালন করেন। 

+ Report
Total Preview: 24393
allaho tayala amader kivabe laln paln karen?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd