Question:আল্লাহ তায়ালা শিশুর জন্য কী ব্যবস্থা করেছেন? 

Answer শিশুর জন্মের আগেই মহান আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রেখেছেন। মায়ের দুধের সাথে কোনো খাদ্যে কোনো তুলনা নেই। কারণ, মায়ের দুধে পানি, চিনি, ফিডার এসব কোনো কিছুই লাগে না। তৈরি করার ঝামেলাও নেই। তছাড়া তৈরি দুধের ভেজাল থাকতে পারে। কিন্তু মায়ের দুধ আল্লাহর দান। 

+ Report
Total Preview: 8244
allaho tayala shishur janno ki baboshotha karechen?
Copyright © 2025. Powered by Intellect Software Ltd