Question:‘রাব্বুল আলামীন’ অর্থ কী?
Answer রব অর্থ পালনকারী। আলামীন অর্থ সৃষ্টি জগৎ তাই ‘রাব্বুল আলামীন’ অর্থ সৃষ্টি জগতের পালনকারী। মহান আল্লাহ আলো বাতাস পানি দিয়ে আমাদের লালন-পালন করেন। আমাদের বেঁচে থাকার জন্য তিনি বিভিন্ন খাবারের ব্যবস্থা করে রেখেছেন। তিনি শুধু আমাদেরই নন। সকল সৃষ্টির পালনকারী।
+ Report
‘rabobul alamin’ orotho ki?