Question:পাঁচটি বাক্যে রূকু করার নিয়ম লিখ।
Answer পাঁচটি বাক্যে রূকু করার নিয়ম হলো- ১. সালাতে সূরা ফতিহা ও অন্য একটি সূরা বা আয়াত পড়ার পর মাথা ঝুঁকাব। ২. দু্ই হাত দুই হাঁটুর উপর রাখব। ৩. মাথঅ, পিঠ ও কোমর এক বরাবর রাখব। ৪. কনুই পাঁজর থেকে ফাঁক করে রাখব। ৫. রূকু থেকে সামিআল্লাহু লিমান বলে ভালোভাবে সোজা হয়ে দাঁড়াব।
+ Report
paঁchti bakje ruku karar niyomo likh.