Question:আব্বা-আম্মার সাথে কিরূপ ব্যবহার করব? 

Answer আমরা আব্বা-আম্মার সাথে সবসময় ভালো ব্যবহার করব। তাঁদের কথা শুনব। তাঁদের কথামতো বলব। সম্মান করব। সালাম দেব। আদেস মেনে চলব। সেবা করব। বিনয়ের সাথে কথা বলব। তাঁরা ডাকলে ‘জী’ বলে উত্তর দেব। আমরা আব্বা-আম্মার সাথে ঝগড়া করব না। রাগারাগি করব না। তাঁদের ধমক দেব না। কষ্ট দেব না। দুঃখ দেব না। সবসময় খুশি রাখব। সন্তুষ্ট রাখব। 

+ Report
Total Preview: 4113
aboba-amomar shathe kirup babohar karobo?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd