Question:সালাম দেওয়া-নেওয়ার নিয়ম লিখ। 

Answer সালাম দেওয়া সুন্নত। আর জাওয়াব দেওয়া ওয়াজিব। কোনো মুসলিমের সাথে দেখা হলে সালাম দিতে হয়। এটা সুন্দর নিয়ম। সালাম: আসসালামু আলাইকুম। অর্থ: আপনার ওপর শান্তি বর্ষিত হোক। সালাম শুনলে সালামের জওয়াব দিতে হয়। সালামের জওয়াবে বলব- ওয়া আলাইকুমুস সালাম। অর্থ: আপনার ওপরও শান্তি বর্ষিত হোক। 

+ Report
Total Preview: 3820
shalamo deoya-neoyar niyomo likh.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd