Question:আল্লাহ তায়ালা আব্বা-আম্মার সাথে উত্তম আচরণ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ অনুযায়ী তুমি তোমার পিতামাতার সাথে যেভাবে উত্তম আচরণ করবে তার মধ্যে পাঁচটি উল্লেখ কর।
Answer আল্লাহ তায়লার নির্দেশ অনুযায়ী আমি আমার আব্বা-আম্মার সাথে নিচের নিচের পাঁচটি উপায়ে উত্তম আচরণ করব। ১. আমরা আব্বা-আম্মাকে সম্মান করব। ২. তাঁদের আদেশ-নিশেধ মেনে চলব। ৩. তাঁদের সাথে বিনয়ের সাথে কথা বল। ৪. কখনোই তাঁদের সাথে ঝগড়া করব না। ৫. তাঁদের সকসময় খুশি রাখব।
+ Report
allaho tayala aboba-amomar shathe uttmo achron karar nirodesho diyechen. allahor nirodesho onujoayoী tumi tomar pitamatar shathe jevabe uttmo achron karobe tar modhe paঁchti ullakh karo.