Question:তোমার একজন সহপাঠী সবসময়ই অন্যদের সাথে মারামারি, ঝগড়া করে। তার এরূপ কাজের পরিণতি কী হতে পারে বলে তুমি মনে কর? পাঁচটি বাক্যে লেখ।
Answer আমার সহপাঠীর এ ধরনের খারাপ কাজের পরিণতি পাঁচটি বাক্যে লিখা হলো- ১. ঝগড়া, মারামারি করলে গুনাহ হয়। ২. সহপাঠীদের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ অসন্তুষ্ট হন। ৩. সকল মানুষ এ ধরনের আচরণরে নিন্দা করে। ৪. সহপাঠীদের সাথে খারাপ আচরণকারীকে কেউ ভালোবাসে না। ৫. খারাপ আচরণকারীকে কেউ বিশ্বাসও করে না।
+ Report
tomar akjon shohopathী shoboshomoyoi onnoder shathe maramari, ঝgড়a kare. tar arup kajer parinti ki hote pare bole tumi mone kar? paঁchti bakje lekh.