Question:যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?
Answer
গুণ্য
Question:যে সংখ্যাটিকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?
গুণ্য
Question:গুণ্যফলের সূত্রটি লিখ।
গুণফল = গুণ্য `xx` গুণক।
Question:গূণ্যের সূত্রটি লিখ।
গুণ্য = গুণ্য `-:` গুণক।
Question:ছাত্রটি তিন দিনে কতটি অঙ্ক করে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও।
ছাত্রটি ১দিনে করে ৫টি অঙ্ক ছাত্রটি ৩দিনে করে (৫ `xx` ৩) ১৫টি অঙ্ক উত্তর: ১৫টি।
Question:এক সপ্তাহে তার করা অঙ্কের পরিমাণ কত? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও।
১ সপ্তাহ = ৭ দিন `.:` ছাত্রটি সপ্তাহে ১দিন অঙ্ক করা থেকে বিরত থাকে। `.:` তাহলে সপ্তাহে অঙ্ক করে (৭-১) দিন = ৬ দিন। ছাত্রটি ১ দিনে অঙ্ক করে ৫টি `.:` ছাত্রটি ৬ দিনে অঙ্ক করে (৫ `xx` ৬)টি = ৩০টি উত্তর : ৩০টি।
Question:কোন বিরতি ছাড়াই দুই সপ্তাহে সে কতটি অঙ্ক করতে পারবে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও:
কোন বিরতি না থাকলে ছাত্রটি সপ্তাহে ৭দিন অঙ্ক করবে। ২ সপ্তাহ = ১৪দিন ১ দিনে অঙ্ক করে ৫টি `.:` ১৪ দিনে অঙ্ক করে (৫ `xx` ১৪)টি = ৭০টি উত্তর : ৭০টি।
Question:মোট কত জন কাজ করবে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও:
মোট পরিবার ৪০টি প্রতি পরিবার থেকে কাজ করে ২ জন। .: মোট কাজ করে = (৪০ x ২) জন = ৮০ জন। উত্তর : ৮০ জন।
Question:৪টি পরিবার চাঁদা না দিলে মোট কত টাকা চাঁদা উঠবে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও:
৪টি পরিবার চাঁদা না দিলে চাঁদা দেওয়া পরিবারের সংখ্যা হবে = (৪০ - ৪) = ৩৬টি .: মোট চাঁদা উঠবে = (১৮০ x ৩৬) টাকা = ৬৪৮০ টাকা।
Question:৬টি পরিবার হতে সদস্য কাজ করতে না এলে কত জন কাজ করবে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও:
৬টি পরিবার থেকে কোন সদস্য না আসায় পরিবার সংখ্যা হবে = (৪০ - ৬)টি = ৩৪টি ১টি পরিবার থেকে কাজ করে ২ জন .: ৩৪ টি পরিবার থেকে কাজ করে (২ x ৩৪) জন = ৬৮ জন উত্তর : ৬৮ জন।
Question:রহিম সাহেবের মাসিক আয় কত টাকা? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও:
রহিম সাহেবের মাসিক আয় (৩৭৫ x ৩০) টাকা = ১১২৫০ টাকা।