Question:জাহিদুল হাসান বাজার থেকে ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৩৮ টাকা। তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন?
Answer
১ কেজি চালের মূল্য ৩৮ টাকা। `:.` ৪০ কেজি চালের মূল্য (৪০ x ৩৮) টাকা ১৫২০ টাকা চাল, সয়াবিক তেল এবং মাছের মূল্য একত্রে (১৫২০ + ২৬৫ + ৫৮৮) টাকা = ২৩৭৩ টাকা জাহিদুল হাসান দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। `:.` দোকানদার তাকে ফেরত দেবেন (৩০০০ - ২৩৭৩) টাকা = ৬২৭ টাকা উত্তর : ৬২৭ টাকা।