1. Question:(+ 21) - (- 10) ____ (- 31) + (- 11) ক. একটি সংখ্যা থেকে অপর সংখ্যার বিয়োগ করার অর্থ কী ? ২ খ. ফাকা ঘরের রাশিটির মান নির্ণয় কর । ৪ গ. ফাকা ঘরের কোন >, < বা = চিহৃ প্রযোজ্য । ৪ 

    Answer
    ক. একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ হলো,
    
     প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্নক বিপরীত সংখ্যা যোগ করা ।
    
    
    
    খ. ফাকা ঘরের বাম দিকের রাশি, (+ 21) - (- 10)
    
                                       = (+ 21) + (10) []
    
                                       = + 21 + 10
    
                                       = + 31
    
    
    গ.  ফাকা ঘরের ডান ‍দিকে রাশি, (- 31) + (- 11)
    
                                        = - 31 - 11
    
                                        = - 42
    
    ’খ’ হতে ফাকা ঘরের ডান ‍দিকের রাশির মান + 31
    
      যেহেতু + 31 > - 42
    
          :. > চিহৃ প্রযোজ্য ।

    1. Report
  2. Question:(- 25) - (- 42)______ (- 42) - (- 25) ক. একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ কী ? ২ খ. ফাকা ঘরের রাশিটির মান নির্ণয় কর । ৪ গ. ফাকা ঘরে কোন >, < বা = চিহৃ প্রযোজ্য । ৪ 

    Answer
    ক.  একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ হলো,
    
       প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগত্নক বিপরীত সংখ্যা যোগ করা ।
    
    
    
    খ. ফাকা ঘরের বাম দিকের রাশি, (- 25) - (- 42)
    
                                      = (- 25) + (+ 42) [’ক’ অনুসারে]
    
                                      = - 25 + 42
    
                                      = + 17
    
    
    
    গ. ফাকা ঘরের বাম দিকের রাশি, (- 42) - (- 25)
    
                                       = - 42 + (25) [’ক’ অনুসারে ]
    
                                       = 17
    
    খ হতে প্রাপ্ত বাম দিকের মান (+ 17)
    
    যেহেতু  + 17 > - 17
    
    :. ‘>’ চিহৃ প্রযোজ্য ।

    1. Report
  3. Question:প্রদত্ত রাশিমালা ( + 30) + (- 23) + (- 63) + (+ 55) ক. প্রদত্ত রাশিমালার ধনাত্নক এবং ঋণাত্নক পূর্ণসংখ্যাগেুলোকে একত্রে পাশাপাশি সাজিয়ে লেখ । ২ খ. প্রদত্ত রাশিমালার মান নির্ণয় কর এবং যোগাত্নক বিপরীত মান নির্ণয় কর । ৪ গ. দেখা যে, প্রদত্ত রাশিমালার প্রতিটি সংখ্যার যোগাত্নক বিপরীত নিয়ে নির্ণীত মান উক্ত রাশিমালার মানের যোগাত্নক বিপরীত । ৪ 

    Answer
    ক. প্রদত্ত রাশিমালার ধনাত্নক এবং ঋণাত্নক পূর্ণসংখ্যাগুলোকে একত্রে পাশাপাশি 
    
        সাজিয়ে পাই,
    
          (+ 30) + (- 23) + (- 63) + (+ 55)
    
          = (+ 30) + (+ 55) + (- 23) + (- 63)
    
    
    
       খ. প্রদত্ত রাশিমালার মান,
    
          (+ 30) + ( + 55) + ( - 23) + (- 63) [’ক’ হতে ]
    
           = (+ 85) + (- 86)
    
           = 85 - 86
    
           = - 1
    
          :. যোগাত্নক বিপরীত + 1 
    
    
       গ. প্রদত্ত রাশি মালার প্রতিটি সংখ্যার যোগাত্নক বিপরীত নিয়ে গঠিত রাশিমালা 
    
          (- 30) + (+ 23) + ( + 63) + (- 55)
    
          = (- 30) + (- 55) + (+ 23) + (+ 63)
    
          = (- 85) + 86
    
          = + 1
    
          যা উক্ত রাশিমালার মান - 1 এর যোগাত্নক বিপরীত ।

    1. Report
  4. Question:প্রদত্ত সংখ্যাগুলো - 50, - 40, - 23 ক. ঋণাত্নক পূর্ণসংখ্যাগুলোর যোগাত্নক বিপরীত সংখ্যাগুলো বের কর । ২ খ. উদ্দীপকের ঋণাত্নক পূর্ণ সংখ্যাগুলোর যোগফল নির্ণয় কর । ৪ গ. ঋণাত্নক পূর্ণ সংখ্যার যোগফল থেকে এর যোগাত্নক বিপরীত সংখ্যাগুলোর যোগফল বিয়োগ কর । ৪ 

    Answer
    ক. - 50 ঋণাত্নক পূর্ণ সংখ্যার যোগাত্নক বিপরীত সংখ্যাগুলোর + 50
    
           - 40 .    .   .  .    .       .      . + 40
    
           - 23    .      .       .             .   + 23
    
    
    
       খ. ঋণাত্নক পূর্ণসংখ্যাগুলোর যোগফল 
    
          (- 50) + (- 40) + (- 23)
    
          = - 50 - 40 - 23
    
          = - 113
     
       গ .ঋণাত্নক পূর্ণসংখ্যাগুলোর যোগাত্নক বিপরীত সংখ্যাগুলোর যোগফল
    
          (+ 50) + (+ 40) + (+ 23)
    
          = + 50 + 40 + 23
    
          = + 113
    
    
    
        :. বিয়োগফল = ঋণাত্নক পূর্ণসংখ্যাগুলোর যোগফল - যোগাত্নক বিপরীত 
    
        সংখ্যাগুলোর যোগফল = - 113 - (+ 113)
    
                           = - 113 - 113
    
                           = - 226

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd