Question:৫৫০ টাকাকে ৫ : ৬ ও ৪ : ৭ অনুপাতে ভাগ কর । 

Answer প্রথম অংশ : টাকার অনুপাত = ৫ : ৬ অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৫ + ৬ = ১১ প্রথম অংশ = ৫৫০ টাকার `৫/(১১)` অংশ `= ৫৫০ xx ৫/(১১)` টাকা = ২৫০ টাকা দ্বিতীয় অংশ = ৫৫০ টাকার `৬/(১১) ` `= ৫৫০ xx ৬/(১১)` টাকা = ৩০০ টাকা :. ৫৫০ টাকাকে ৫ : ৬ অনুপাত ভাগ করলে অংশদ্বয় হয় যথাক্রমে ২৫০ টাকা ও ৩০০ টাকা । (উত্তর) দ্বিতীয় অংশ : টাকার অনুপাত = ৪ : ৭ অনুপাতের পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৪ + ৭ = ১১ প্রথম অংশ = ৫৫০ টাকার` ৪/(১১)` অংশ `= ৫৫০ xx ৪/(১১)` টাকা = ২০০ টাকা দ্বিতীয় অংশ = ৫৫০ টাকার `৭/(১১)` টাকা `= ৫৫০ xx ৭/(১১)` টাকা = ৩৫০ টাকা :. ৫৫০ টাকাকে ৪ : ৭ অনুপাতে ভাগ করলে অংশদ্বয় হয় যথাক্রমে ২০০ টাকা ও ৩৫০ টাকা । (উত্তর) 

+ Report
Total Preview: 2675
৫৫০ takake ৫ : ৬ o ৪ : ৭ onupate vag kar .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd