Question:সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ কর :
ক. ৪৫% খ. ১২ ১/২% গ. ৩৭ ১/২%
ঘ. ১১ ১/৪%
Answer ক.` ৪৫% = (৪৫)/(১০০) = ৯/(২০) = ০.৪৫`
উত্তর :` ৯/(২০) ও ০.৪৫`
খ. `১২ ১/২% = (২৫)/২ % = (২৫)/(২ xx ১০০) = ১/৮ = ০.১২৫`
উত্তর :` ১/৮ ও ০.১২৫`
গ.` ৩৭ ১/২% = (৭৫)/২% = (৭৫)/(২ xx ১০০) = ৩/৮ = ০.৩৭৫`
উত্তর :` ৩/৮ ও ০.৩৭৫`
ঘ. `১১ ১/৪ % = (৪৫)/৪ % = (৪৫)/(৪ xx ১০০) = ৯/(৮০) = ০.১১২৫`
উত্তর : `৯/(৮০) ও ০.১১২৫`
+ ExplanationNot Moderatedধাপ-১ শতকরাগুলোকে ভগ্নাংশকে লঘিষ্ট আকারে পরিণত করতে হবে ।
ধাপ-২ প্রাপ্ত ভগ্নাংশকে লঘিষ্ট আকারে পরিণত করতে হবে ।
ধাপ-৩ লঘিষ্ট ভগ্নাংশকে ভাগ করে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে ।