Question:রাজশাহী থেকে ২৪০ টি আম কিনে আনা হলো । তার মধ্যে ১৫ টি আম পচে গেল । আমগুলো ৪৫০০ টাকায় বিক্রয় করায় ৬ `১/৪%` ক্ষতি হলো । ক. ভাল আমের সংখ্যা কত ? খ. শতকরা কতটি আম ভালো আছে ? গ. আমগুলোর ক্রয়মূল্য কত ? 

Answer ক. দেওয়া আছে, মোট আমের সংখ্যা ২৪০ টি এর মধ্যে পচেঁ গেল ১৫ টি । :. ভাল আমের সংখ্যা (২৪০ - ১৫) টি = ২২৫ টি (উত্তর) খ. মোট আম ২৪০ টি ভাল আম ২২৫ টি [’ক’ হতে ] :. শতকরা ভালো আম আছে` = (২২৫)/(২৪০) xx ১০০` টি `= (৩৭৫)/৪ টি = ৯৩ ৩/৪` টি অর্থাৎ ভালো আমের পরিমাণ` ৯৩ ৩/৪ % ` (উত্তর) গ. ` ৬ ১/৪ % বা, ২৫/৪ % `ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য` (১০০ - (২৫)/৪)` টাকা ` = ((৪০০ - ২৫)/৪)` টাকা `= (৩৭৫)/৪` টাকা :. ক্রয়মূল্য : বিক্রয়মূল্য` = ১০০ : (৩৭৫)/৪` বা, ক্রয়মূল্য/বিক্রয়মূল্য `=(১০০)/(৩৭৫)/৪` ` = ১০০ xx ৪/(৩৭৫)` বা, ক্রয়মূল্য `= (১০০ xx ৪)/(৩৭৫) xx` বিক্রয়মূল্য বা, ক্রয়মূল্য `= (১০০ xx ৪)/(৩৭৫) xx ৪৫০০ = ৪৮০০` টাকা :. আমগুলোর ক্রয়মূল্য = ৪৮০০ টাকা (উত্তর) 

+ Report
Total Preview: 2809
rajoshahi theke ২৪০ ti amo kine ana holo . tar modhe ১৫ ti amo pache gel . amogulo ৪৫০০ takay bicry karay ৬ `১/৪%` khti holo . ka. val amer shongkha koto ? kh. shotkra kototi amo valo ache ? ga. amogulor cryomuljkoto ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd