Question:একটি ক্রিকেট ম্যাচে নাসির, মুশফিকের 3 গুণ রান করে । উভয়ে যদি আর 10 রান করে বেশি করত
তাহলে তাদের রানের সমষ্টি হতো 104 ।
ক. নাসিরে রান যদি y হয় তবে মুশফিকের রান y এর মাধ্যমে প্রকাশ কর । 2
খ. প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন কর । 4
গ. নাসির ও মুশফিক ঐ ম্যচে কত রান করেছিল ? 4
Answer ক. দেওয়া আছে, নাসিরের রান y
নাসিরের রান মুশফিকের রানের 3 গুণ ।
:.`3 xx ` মুশফিকের রান = নাসিরের রান
বা,` 3 xx `মুশফিকের রান = y
:. মুশফিকের রান `= y/3`
খ. তারা প্রত্যেকে যদি 10 রান বেশি করে তাহলে,
নাসিরের রান = y + 10 এবং মুশফিকের রান` = y/3 + 10`
প্রশ্নমতে,` y + 10 + y/3 + 10 = 104`
বা, `y + y/3 + 20 = 104` বা, `(3y + y)/3 + 20 = 104`
বা, `(4y)/3 + 20 = 104 ;`এটিই নির্ণেয় সমীকরণ ।
গ. ‘খ’ হতে পাই,`(4y)/3 + 20 = 104`
বা,` (4y)/3 + 20 - 20 = 104 - 20` [উভয় পক্ষ থেকে 20 বিয়োগ করে ]
বা,` (4y)/3 = 84`
বা, ` (4y)/3 xx 3 = 84 xx 3` [উভয়পক্ষকে 3 গুণ করে]
বা, 4y = 252
বা, `(4y)/4 = (252)/4 `[উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে ]
:. y = 63
:. নাসিরের রান, y = 63
:. মুশফিকের রান` = y/3 = (63)/3 = 21`
সুতরাং নাসিরের ও মুশফিকের রান যথাক্রমে 63 এবং 21