Question:শোভা ও সুমির বয়সের অনুপাত 8 : 9 ক. অনুপাতটির পূর্বরাশির সাথে যোগ করলে অনুপাতটি 2 : 1 হয় । তাহলে একটি সমীকরণের মাধ্যমে তথ্যগুলো প্রকাশ কর । 2 খ. পূর্বরাশির সাথে কত যোগ করতে হবে ? 4 গ. প্রাপ্ত সংখ্যার দ্বিগুণ থেকে 2 বিয়োগ করলে সুমির বয়স পাওয়া যায় । সুমি ও শোভার বয়স নির্ণয় কর । 4 

Answer ক. প্রদত্ত অনুপাত 8 : 9 অনুপাতটির পূর্বরাশির সাথে x যোগ করলে অনুপাতটি দাড়ায় (8 + x) : 9 প্রশ্নমতে, (8 + x) : 9 = 2 : 1 বা,` (8 + x)/9 = 2/1 :. (8 + x)/9 = 2` খ. ‘ক’ থেকে পাই, ` (8 + x)/9 = 2` বা, ` (8 + x)/9 xx 9 = 2 xx 9`[উভয়পক্ষকে 9 দ্বারা গুণ করে ] বা, 8 + x = 18 বা, 8 + x - 8 = 18 - 8 [উভয়পক্ষ থেকে 8 বিয়োগ করে ] বা, x = 10 :. পর্বরাশির সাথে 10 যোগ করতে হবে । গ. প্রাপ্ত সংখ্যা 10 :. সুমির বয়স` (2 xx 10 - 2) `বছর = (20 - 2) বছর = 18 বছর :. শোভা বয়স `(18 8/9)`বছর = 16 বছর সুতরাং সুমি ও শোভা বয়স যথাক্রমে 18 বছর 16 বছর । 

+ Report
Total Preview: 976
shova o shumir boyosher onupat 8 : 9 ka. onupattir paূroborashir shathe jog karole onupatti 2 : 1 hoy . tahole akti shomikroner madhjome tothogulo prokasho kar . 2 kh. paূroborashir shathe koto jog karote hobe ? 4 ga. prapat shongkhar dobigun theke 2 biyog karole shumir boyosho paoya jay . shumi o shovar boyosho nirony kar . 4
Copyright © 2024. Powered by Intellect Software Ltd