Question:তালহা তাদের বাড়ির উঠোনের পেয়ারা গাছ থেকে কিছু সংখ্যক পেয়ারা পাড়লো । সে লক্ষ করলো, সে যতগুলো পেয়ারা পাড়লো, তার তিনগুণ ঐ পেয়ারা গাছে অবশিষ্ট আছে । ঐ গাছে পেয়ারার মোট সংখ্যা ছিল 140 টি । ক. তালহা x সংখ্যক পেয়ারা পাড়লে তা সমীকরণের মাধ্যমে প্রকাশ কর । 2 খ. গাছে কতগুলো পেয়ারা অবশিষ্ট রইল ? 4 গ. তালহা যতগুলো পেয়ারা পাড়লো সে তার ছোট দুই ভাইকে 2 : 3 অনুপাতে ভাগ করে দিলে, কে কতটি করে পেয়ারা পাবে ? 4 

Answer ক. দেওয়া আছে, তালহার পেয়ারা পাড়লো x টি :. গাছে অবশিষ্ট পেয়ারার সংখ্যা 3x টি গাছে পেয়ারা মোট সংখ্যা ছিল 140 টি :. সমীকরণটি x + 3x = 140 (Ans) খ. প্রশ্নমতে, x + 3x = 140 বা, 4x = 140 বা, `(4x)/4 = (140)/4` [উভয়পক্ষকে দ্বারা ভাগ করে] বা, x = 35 :. তালহার পেয়ারার সংখ্যা 35 টি এবং গাছে অবশিষ্ট পেয়ারার সংখ্যা` (3 xx 35)`টি = 105 টি (Ans) গ. মনে করি এক ভাইয়ের পেয়ারর সংখ্যা 2x টি অপর ,, ,, ,, 3x টি প্রশ্নমতে, 3x + 2x = 35 বা, ` (5x)/5 = (35)/5` [উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে] বা, x = 7 সুতরাং এক ভাইয়ের পেয়ারার সংখ্যা `(2 xx 7)`টি = 14 টি অপর ,, ,, ,, ` (3 xx 7)` টি = 21 টি (Ans) 

+ Report
Total Preview: 621
talha tader baড়িr uthোner peyara gacho theke kichu shongkhjok peyara paড়lo . she lkh karolo, she jotgulo peyara paড়lo, tar tingun ঐ peyara gache oboshisht ache . ঐ gache peyarar meat shongkha chil 140 ti . k. talha x shongkhjok peyara paড়le ta shomikroner madhjome prokasho kar . 2 kh. gache kotogulo peyara oboshisht roil ? 4 g. talha jotgulo peyara paড়lo she tar chot dui vaike 2 : 3 onupate vag kare dile, ke kototi kare peyara pabe ? 4
Copyright © 2024. Powered by Intellect Software Ltd