Answer ক. দেওয়া আছে, মেঝের দৈঘ্য x মিটার
:. ,, ,, প্রস্থ (x - 2)মিটার
মেঝের পরিসীমা = 2 (দৈঘ্য + প্রস্থ) মিটার
:. সমীকরণ, 2 (x + x - 2) = 16 (Ans)
খ. প্রাপ্ত সমীকরণ, 2 (x + x - 2) = 16
বা, 2 (2x - 2) = 16
বা, 4x - 4 = 16
বা, 4x - 4 + 4 = 16 + 4 [উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে]
বা, 4x = 20
বা, `(4x)/4 = (20)/4 `[উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে ]
বা, x = 5
:. মেঝের দৈঘ্য 5 মিটার
:. ,, প্রস্থ = (x - 2) মিটার = (5 - 2) মিটার = 3 মিটার (Ans)
গ. মেঝের ক্ষেত্রফল = মেঝের দৈঘ্য`xx ` মেঝের প্রস্থ
`= (5 xx 3 )`বর্গমিটার
`= 15` বর্গমিটার
দেওয়া আছে,
বড় মেঝের ক্ষেত্রফল = 120 বর্গমিটার
:. এরুপ ছোট মেঝে তৈরি করা যাবে ` = (120)/(15) `টি
= 8 টি (Ans)