Question:একটি মেঝের দৈঘ্য অপেক্ষা 2 মিটার কম । মেঝের পরিসীমা 16 মিটার । ক. মেঝের দৈঘ্য x মিটার হলে পরিসীমার সমীকরণ গঠন কর । 2 খ. সমীকরণ ব্যরহার করে মেঝের দৈঘ্য ও প্রস্থ নির্ণয় কর । 4 গ. বর্গমিটার ক্ষেত্রফলবিশিষ্ট একটি বড় মেঝেতে এরুপ কতগুলো মেঝে তৈরি করা যাবে ? 4 

Answer ক. দেওয়া আছে, মেঝের দৈঘ্য x মিটার :. ,, ,, প্রস্থ (x - 2)মিটার মেঝের পরিসীমা = 2 (দৈঘ্য + প্রস্থ) মিটার :. সমীকরণ, 2 (x + x - 2) = 16 (Ans) খ. প্রাপ্ত সমীকরণ, 2 (x + x - 2) = 16 বা, 2 (2x - 2) = 16 বা, 4x - 4 = 16 বা, 4x - 4 + 4 = 16 + 4 [উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে] বা, 4x = 20 বা, `(4x)/4 = (20)/4 `[উভয়পক্ষকে 4 দ্বারা ভাগ করে ] বা, x = 5 :. মেঝের দৈঘ্য 5 মিটার :. ,, প্রস্থ = (x - 2) মিটার = (5 - 2) মিটার = 3 মিটার (Ans) গ. মেঝের ক্ষেত্রফল = মেঝের দৈঘ্য`xx ` মেঝের প্রস্থ `= (5 xx 3 )`বর্গমিটার `= 15` বর্গমিটার দেওয়া আছে, বড় মেঝের ক্ষেত্রফল = 120 বর্গমিটার :. এরুপ ছোট মেঝে তৈরি করা যাবে ` = (120)/(15) `টি = 8 টি (Ans) 

+ Report
Total Preview: 468
akti meঝেr doighjopekha 2 mitar kamo . meঝেr parishima 16 mitar . ka. meঝেr doighjx mitar hole parishimar shomikron gathn kar . 2 kh. shomikron barohar kare meঝেr doighjo proshotho nirony kar . 4 ga. borogmitar kkhetropholbishisht akti boড় meঝেte arup kotogulo meঝে toiri kara jabe ? 4
Copyright © 2024. Powered by Intellect Software Ltd