Question:একজন ক্রেতা ১২০ টাকায় বাংলা ব্যাকরণের বই ক্রয় করল । বইটির কভারের মূল্য ছিল ১৬০ টাকা । ক. কমিশন ও ক্রয়মূল্যের অনুপাত কত ? খ. ক্রেতা শতকরা কত টাকা কমিশন পেল ? গ. একই কমিশনে ক্রেতা বাংলা গল্পের বই ১৫০ টাকায় ক্রয় করলে বইটির কভারের মূল্য কত ছিল ? 

Answer ক. বইটির কভার মূল্য ১৬০ টাকা : ক্রয়মূল্য ১২০ টাকা :. কমিশন (১৬০ - ১২০) টাকা বা ৪০ টাকা কমিশন ও ক্রয়মূল্যের অনুপাত` = (৪০)/(১২০) = ১/৩ `= ১ : ৩ উত্তর : ১ : ৩ । খ. এখানে, বইটির কভারমূল্য = ১৬০ টাকা বইয়ের কমিশনের কভারমূল্যের উপর ধার্য করা হয় অতএব কমিশন ও কভার মূল্যের অনুপাত `= (৪০)/(১৬০) = ১/৪` :. শতকরা কমিশন `(১ xx ১০০)/৪` বা, ২৫ টাকা :. ক্রেতা বইটিতে ২৫% কমিশন পাবে । উত্তর : ২৫% । গ. প্রশ্নমতে, ২৫% কমিশনে বইটির ক্রয়মূল্য ১৫০ টাকা মনে করি, বইটির কভারের মূল্য = ১০০ টাকা :. ২৫% কমিশনে বইটির ক্রয়মূল্য = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা :. কভার মূল্য : ক্রয়মূল্য = ১০০ : ৭৫ 

+ Report
Total Preview: 876
akjon kreta ১২০ takay bangla baakroner boi cry karol . boitir kavarer muljchil ১৬০ taka . ka. kamishon o cryomuljer onupat koto ? kh. kreta shotkra koto taka kamishon pel ? ga. aki kamishone kreta bangla gakalpoেr boi ১৫০ takay cry karole boitir kavarer muljkoto chil ?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd