Question:একজন ঠিকাদার ২৫ কি.মি. রাস্তা ৩০ দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন । ১৫০ জন শ্রমিক নিয়োগ করে ২০ দিনে রাস্তার অর্ধেক সম্পন্ন করলেন । নিদিষ্ট সময়ে কাজটি করতে হলে আর কতজন অতিরিক্ত শ্রমিক নিয়োগ করতে হবে ?
Answer কাজ শেষ করার নির্ধারিত সময় = ৩০ দিন :. ২০ দিন কাজ করার পর বাকি সময় (৩০ - ২০) দিন = ১০ দিন :. বাকি কাজ `(১ - ১/২)` অংশ `= ১/২` অংশ ২০ দিনে কাজটির` ১/২` অংশ শেষ করে ১৫০ জনে :. ১ ,, ,, ,, ,, `১৫০ xx ২০` ,, :. ১০ ,, ,, বাকি অর্ধেক ,, ,, ` (১৫০ xx ২০)/(১০)` ,, বা, ৩০০ জনে :. অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে `(৩০০ - ১৫০)` জন = ১৫০ জন উত্তর : ১৫০ জন ।
+ Report
akjon thikadar ২৫ ki.mi. ratha ৩০ dine shomopanno kare deoyar janno chukti karolen . ১৫০ jon sromik niyog kare ২০ dine rathar orodhek shomopanno karolen . nidisht shomoye kajoti karote hole ar kotojon otirikto sromik niyog karote hobe ?