Question:একজন স্কুল ছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে ৩ ঘন্টায় ১২ কি.মি পথ অতিক্রম করে স্কুলে আসা যাওয়া করে । ক. ঘন্টায় তার গতিবেগ কত ? ২ খ. একই গতিবেগে তিনি ১২ দিনে কত ঘন্টা সাইকেলে চড়েন এবং কত কি.মি পথ অতিক্রম করেন ? ২ গ. কোনো ব্যক্তি প্রতিদিন একই সময় সাইকেল চালিয়ে ছাত্রটির ১২ দিনের পথ ৮ দিনে অতিক্রম করলে তার সাইকেলের গতিবেগ কত বেশি হবে ? ২
Answer ক. ৩ ঘন্টায় অতিক্রম করে ১২ কি.মি :. ১ ,, ,, ,, `(১২)/৩` ,, = ৪ কি.মি :. গতিবেগ ঘন্টায় ৪ কি.মি উত্তর : ৪ কি.মি । খ. ১ দিনে সাইকেল চালায় ৩ ঘন্টা :. ১২ ,, ,, ,, ` (৩ xx ১২)` ,, = ৩৬ ঘন্টা ’ক’ হতে পাই, ১ ঘন্টায় যায় ৪ কি.মি :. ৩৬ ,, ,, ,, `(৪ xx ৩৬)` ,, = ১৪৪ কি.মি উত্তর : ৩৬ ঘন্টা, ১৪৪ কি.মি । গ. ১ দিনে ঐ ব্যক্তি সাইকেল চালায় ৩ ঘন্টা :. ৮ ,, ,, ,, `(৩ xx ৮) ` ,, = ২৪ ঘন্টা ’খ’ হতে পাই, ২৪ ঘন্টায় ঐ ব্যক্তি অতিক্রম করে ১৪৪ কি.মি :. ১ ,, ,, ,, `(১৪৪)/(২৪)` ,, = ৬ কি.মি অর্থাৎ ঐ ব্যক্তির গতিবেগ ঘন্টায় ৬ কি.মি :. গতিবেগ বেশি হবে ঘন্টায় = (৬ - ৪) কি.মি = ২ কি.মি উত্তর : ঘন্টায় ২ কি.মি ।
+ Report
akjon shokul chatro protidin shaikel chaliye ৩ ghntay ১২ ki.mi patho oticrmo kare shokule asha jaoya kare . ka. ghntay tar gatibeg koto ? ২ kh. aki gatibege tini ১২ dine koto ghnta shaikele chড়েn abong koto ki.mi patho oticrmo karen ? ২ ga. kono bakti protidin aki shomoy shaikel chaliye chatrotir ১২ diner patho ৮ dine oticrmo karole tar shaikeler gatibeg koto beshi hobe ? ২