Question:একটি নির্বাচনে বিজয়ী প্রাথী ৬০% ভোট পেয়ে জয়ী হন । মোট ভোটার সংখ্যা ৭০০০০ ক. পরাজিত প্রাথী শতকরা কত ভোট পেয়েছেন ? খ. পরাজিত প্রাথীর ভোট সংখ্যা কত ? গ. বিজয়ী প্রাথী কত ভোটের ব্যবধানে জয় লাভ করেন এবং বিজয়ী ও পরাজিত প্রাথীর ভোটের অনুপাত নির্ণয় কর । 

Answer ক. দেওয়া আছে, বিজয়ী প্রাথীর ভোট ৬০% :. পরাজিত প্রাথীর প্রাপ্ত শতকরা ভোট (১০০ - ৬০) = ৪০ খ. ‘ক’ হতে পাই, পরাজিত প্রাথী ৪০% ভোট পেয়েছেন । দেওয়া আছে, মোট ভোটার সংখ্যা ৭০০০০ :. পরাজিত প্রাথীর ভোট সংখ্যা = ৭০০০০ এর ৪০% `= ৭০০০০ (৪০)/(১০০)` = ২৮০০০ (উত্তর) গ. ‘খ’ হতে পাই, পরাজিত প্রাথীর ভোট সংখ্যা ২৮০০০ :. বিজয়ী প্রাথীর ভোট সংখ্যা (৭০০০০ - ২৮০০০) = ৪২০০০ :. ভোটের ব্যবধান (৪২০০০ - ২৮০০০) = ১৪০০০ :. বিজয়ী প্রাথীর ভোট : পরাজিত প্রাথীর ভোট = ৪২০০০ : ২৮০০০ =` (৪২০০০)/(২৮০০০)` =` (৪২)/(২৮)` [১০০০ দ্বারা ভাগ করে ] = `৩/২ `[১৪ দ্বারা ভাগ করে ] = ৩ : ২ 

+ Report
Total Preview: 843
akti nirobachne bijoyoী prathi ৬০% bhোt peye jayoী hon . mot bhেatar shongkha ৭০০০০ ka. paragit prathi shotkra koto bhোt peyechen ? kh. paragit prathir bhোt shongkha koto ? ga. bijoyoী prathi koto bhোter babodhane jay labh karen abong bijoyoী o paragit prathir bhোter onupat nirony kar .
Copyright © 2024. Powered by Intellect Software Ltd