Question:রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছর পর ৪৭৬০ টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার ৮.৫০ টাকা হলে, তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন?
Answer সমাধান: মনে করি রিয়াজ সাহেব ব্যাংকে জমা রেখেছিলেন P টাকা। দেওয়া আছে, ব্যাংকের মুনাফার হার r = ৮.৫০% সময় n = ৪ বছর মুনাফা I = ৪৭৬০ টাকা আমরা জানি, I = Prn বা, P =` I/(rn)` অর্থাৎ আসল মুনাফা/মুনাফার হার `xx` সময় :. আসল =` (৪৭৬০)/(৮.৫০% xx ৪)` টাকা = `((৪৭৬০)/(৮.৫০))/(১০০) xx ৪` টাকা = `((৪৭৬০)/(৮.৫০))/(২৫)` টাকা = `৪৭৬০ xx (২৫)/(৮.৫০)` টাকা = ১৪০০০ টাকা :. ব্যাংকে জমা রেখেছিলেন ১৪০০০ টাকা উত্তর: ১৪০০০ টাকা
+ Report
riyajo shahebo kichu taka bojangke jama rekhe ৪ bochor par ৪৭৬০ taka munafa pan. bojangker baroshik munafar har ৮.৫০ taka hole, tini bojangke koto taka jama rekhechilen?