Question:একটি চেীবাচ্চায় ১৯২০০ লিটার পানি ধরে। এর গভীরতা ২.৫৬ মিটার এবং প্রস্থ ২.৫ মিটার হলে, দৈর্ঘ্য কত? 

Answer চেীবাচ্চায় পানি ধরে ১৯২০০ লিটার কাজেই, চেীবাচ্চার আয়তন = ১৯২০০ লিটার = `১৯২০০ xx ১০০০ `ঘন সে.মি [:. ১ = ১০০০ ঘন সে.মি] = ১৯২০০০০০ ঘন সে.মি. দেওয়া আছে, চেীবাচ্চাটির প্রস্থ = ২.৫ মিটার = `২.৫ xx ১০০` সে.মি = ২৫০ সে.মি চেীবাচ্চাটির গভীরতা = ২.৫৬ মিটার =` ২.৫৬ xx ১০০` = ২৫৬ সে.মি মনে করি, চেীবাচ্চাটির দৈর্ঘ্য x সে.মি তাহলে, চেীবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য`xx` প্রস্থ `xx` গভীরতা =`x xx ২৫০ xx ২৫৬` ঘন সে.মি = ৬৪০০০x ঘণ সে.মি সুতরাং ৬৪০০০x = ১৯২০০০০০ বা, x = `(১৯২০০০০০)/(৬৪০০০)` :. x = ৩০০ :. চেীবাচ্চাটির দৈর্ঘ্য ৩০০ সে.মি = `(৩০০)/(১০০)` মিটার = ৩ মিটার। উত্তর: ৩ মিটার। 

+ Report
Total Preview: 3959
akti cheীbachchay ১৯২০০ litar pani dhre. ar gabhীrota ২.৫৬ mitar abong proshotho ২.৫ mitar hole, doirgho koto?
Copyright © 2024. Powered by Intellect Software Ltd