Question:কোনো আসল ৩ বছরে মুনাফা-আসল ১৫৭৮ টাকা এবং ৫ বছরে মুনাফা-আসলে ১৮৩০ টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় কর। 

Answer সমাধান: এখানে, আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা -------------------------------------- (বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২৫২ টাকা ২ বছরের মুনাফা ২৫২ টাকা :.১ বছরের মুনাফা `(২৫২)/২` টাকা :. ৩ বছরের মুনাফা `(২৫২ xx ৩)/২` টাকা = ৩৭৮ টাকা :. আসল = মুনাফা-আসল-মুনাফা = (১৫৭৮ - ৩৭৮) টাকা = ১২০০ টাকা আমরা জানি, I = prn বা, r =` I/(pn)` যেখানে, আসল P = ১২০০ টাকা মুনাফা I = ৩৭৮ টাকা সময় n = ৩ বছর মুনাফার হার r = ? :. মুনাফার হার = মুনাফা/আসল সময় = `(৩৭৮)/(১২০০ xx ৩)` = ০.১০৫ = `০.১০৫ xx ১০০ xx ১/(১০০)` =` ১০.৫ ১/(১০০)` = ১০.৫% :. আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫% উত্তর: ১২০০ টাকা এবং ১০.৫% বিকল্প পদ্ধতি: আসল + ৫ বছরের মুনাফা = ১৮৩০ টাকা আসল + ৩ বছরের মুনাফা = ১৫৭৮ টাকা --------------------------------------- (বিয়োগ করে) ২ বছরের মুনাফা = ২৫২ টাকা ২ বছরের মুনাফা ২৫২ টাকা :. ১ বছরের মুনাফা `(২৫২)/২` টাকা :. ৩ বছরের মুনাফা `(২৫২ xx ৩)/২` টাকা = ৩৭৮ টাকা :. আসল = মুনাফা-আসল-মুনাফা = (১৫৭৮ - ৩৭৮) টাকা = ১২০০ টাকা ১২০০ টাকার ৩ বছরের মুনাফা ৩৭৮ টাকা :. ১ টাকার ১ বছরের মুনাফা `(৩৭৮)/(১২০০ xx ৩)` টাকা :. ১০০ টাকার ১ বছরের মুনাফা `(৩৭৮ xx ১০০)/(১২০০ xx ৩) `টাকা = ১০.৫ টাকা :. আসল ১২০০ টাকা এবং মুনাফার হার ১০.৫% উত্তর: ১২০০ টাকা এবং ১০.৫%। 

+ Report
Total Preview: 10406
kono ashol ৩ bochore munafa-ashol ১৫৭৮ taka abong ৫ bochore munafa-ashole ১৮৩০ taka hoyo. ashol o munafar har nirony karo.
Copyright © 2024. Powered by Intellect Software Ltd