Answer মনে করি,
আয়তকার ক্ষেত্রটির প্রস্থ = x মিটার
:. ,, ,, ,, দৈর্ঘ্য = ১.৫ মিটার
= `(১৫x)/(১০)` ,,
= `(৩x)/২` ,,
আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফলটির ক্ষেত্রফল = দৈর্ঘ্য `xx` প্রস্থ
= `(৩x^২)/২ xx x` বর্গমিটার
= `(৩x^২)/২` বর্গমিটার
আবার,
১.৯০ টাকা খরচ হয়, ১ বর্গমিটার ঘাস লাগাতে
:. ১ টাকা খরচ হয়, `১/(১.৯০)` বর্গমিটার ঘাস লাগাতে
১০২৬.০০ টাকা খরচ হয়, `(১ xx ১০২৬০.০০)/(১.৯০)` বর্গমিটার ঘাস লাগাতে
= ৫৪০০ বর্গমিটার ঘাস লাগাতে
:. ক্ষেত্রফলটির ক্ষেত্রফল ৫৪০০ বর্গমিটার
শর্তমতে,
`(৩x^২)/২` = ৫৪০০
` ৩x^২` = ১০৮০০
`x^২` =` (১০৮০০)/৩`
`x^২` = ৩৬০০
`x = sqrt(৩৬০০)`
:. x = ৬০
:. ক্ষেত্রটির প্রস্থ = ৬০ মিটার
এবং ,, দৈর্ঘ্য = `(৩ xx ৬০)/২` মিটার
= ৯০ মিটার
:. আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৯০ + ৬০) মিটার
= `২ xx ১৫০` মিটার
= ৩০০ মিটার
প্রতি মিটার বেড়া দিতে ব্যয় হয় ২.৫০ টাকা
:. ৩০০ মিটার বেড়া দিতে ব্যয় হয়` ৩০০ xx ২.৫০` টাকা।
= ৭৫০ টাকা।
;. মাঠের চারদিকে বেড়া দিতে ব্যয় হয় ৭৫০ টাকা।
উত্তর: ৭৫০ টাকা।