Answer ক. দেওয়া আছে,
ঘরের দৈর্ঘ্য ১৫ মিটার
এবং ঘরের উচ্চতা ৪ মিটার
:. ঘরের প্রস্থ = `(২/৩ xx ১৫)` মিটার
= ১০ মিটার
:. ঘরের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (১৫ + ১০) মিটার
= `২ xx ২৫` মিটার
= ৫০ মিটার
উত্তর: ৫০ মিটার।
খ. ‘ক’ হতে পাই
ঘরের মেঝের দৈর্ঘ্য ১৫ মিটার
এবং ঘরের মেঝের প্রস্থ ১০ মিটার
ফাঁকা স্থান বাদে মেঝের দৈর্ঘ্য = `(১৫ - ২ xx ১)` মি.
= ১৩ মিটার
ফাঁকা স্থান বাদে মেঝের প্রস্থ = `(১০ - ২ xx ১)` মি.
= ৮ মিটার
ফাঁকা স্থান বাদে মেঝের ক্ষেত্রফল `(১৩ xx ৮)` বর্গমিটার
= ১০৪ বর্গমিটার
বর্গাকার পাথরের দৈর্ঘ্য ৫০ সে.মি
= `(৫০)/(১০০)` মি.
= ০.৫ মি.
:. বর্গাকার পাথরের ক্ষেত্রফল = (০.৫) বর্গমিটার
= ০.২৫ বর্গ মিটার
:. প্রয়োজনীয় পাথরের সংখ্যা = `(১০৪ -: ০.২৫)` টি
= ৪১৬টি
উত্তর: ৪১৬টি।
গ. ‘ক’ থেকে পাই,
ঘরের দৈর্ঘ্য = ১৫ মি.
ঘরের প্রস্থ = ১০ মি.
ঘরের উচ্চতা = ৪ মি.
:. ঘরের আয়তন = দৈর্ঘ্য `xx` প্রস্থ `xx` উচ্চতা
= ১৫ মি. `xx` ১০ মি. `xx` ৪ মি
= ৬০০ ঘন মিটার
=` ৬০০ xx ১০০০০০০` ঘন সে.মি
= ৬০০০০০০০০ ঘন সে.মি
বায়ু পানির তুলনায় ০.০০১২৯ ভারী গুণ।
:. ১ ঘন সে.মি বায়ুর ওজন = ০.০০১২৯ গ্রাম।
অতএব, ঘরটিতে বায়ুর পরিমাণ
= `৬০০০০০০০০ xx ০.০০১২৯` গ্রাম
= ৭৭৪০০০ গ্রাম
= ৭৭৪ কিলোগ্রাম
উত্তর: ৭৭৪ কিলোগ্রাম।